কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা নিয়ে আজকের আয়োজন। সুনীল ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৭ সেপ্টেম্বর অধুনা (বাংলাদেশের মাদারীপুর) জন্মগ্রহণ করেন। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে যান। ১৯৫৩ সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং ১৯৬৬ খ্রিষ্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। মৃত্যুর পূর্বপর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সুনীল বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন বাঙালি সাহিত্যিক। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব হিসাবে সারা বিশ্বে বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি।
কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতাঃ
- হিমযুগ
- হঠাৎ নীরার জন্য
- স্বপ্ন একুশে ভাদ্র
- সাবধান
- সকল ছন্দের মধ্যে আমিই গায়ত্রী
- শুধু কবিতার জন্য
- শব্দ ২
- রাখাল
- মৃত্যুদণ্ড
- মহারাজ আমি তোমার
- প্রেমহীন
- প্রত্যেক তৃতীয় চিন্তা
- পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না
- নীরার জন্য কবিতার ভূমিকা
- নীরা তোমার কাছে
- নীরা ও জীরো আওয়ার
- নির্বাসন
- দেখা হবে
- জ্বলন্ত জিরাফ
- জুয়া
- চোখ বিষয়ে
- অনর্থক নয়
- অপমান এবং নীরাকে উত্তর
- অসুখের ছড়া
- আত্মা
- আথেন্স থেকে কায়রো
- আমার কয়েকটি নিজস্ব শব্দ
- আমার কৈশোর
- আমার খানিকটা দেরি হয়ে যায়
- আমি ও কলকাতা
- আমি কী রকম ভাবে বেঁচে আছি
- আরও নিচে
- ইচ্ছে
- ইন্দিরা গান্ধীর প্রতি
- উত্তরাধিকার
- এক একদিন উদাসীন
- এবার কবিতা লিখে
- কঙ্কাল ও শাদা বাড়ি
- কবিতা মুর্তিমতী
- কবির মৃত্যু : লোরকা স্মরণে
- কিছু পাগলামি
- কৃত্তিবাস
- কেউ কথা রাখেনি
- ক্লান্তির পর
- গদ্যছন্দে মনোবেদনা
- গহন অরণ্যে
- গুহাবাসী
- প্রবাস
- প্রবাসের শেষে
- বনর্মমর
- বহুদিন লোভ নেই
- বাড়ি ফেরা
- বাতাসে তুলোর বীজ
- বিদেশ
- ব্যর্থ প্রেম
- ভাই ও বন্ধু
- ভালোবাসা
- মন ভালো নেই
- মানে আছে
- যদি নির্বাসন দাও
- যে আমায়
- শব্দ
- শরীর অশরীরী
- শিল্প
- সারাটা জীবন
- সুন্দরের পাশে
- সে কোথায় যাবে
- সেই লেখাটা
- সেদিন বিকেলবেলা
- স্বপ্নের কবিতা
- ডাকবাংলোতে
- তমসার তীরে নগ্ন শরীরে
- তুমি
- তুমি জেনেছিলে
- তোমার কাছেই
- দুটি অভিশাপ
- দ্বারভাঙা জেলার রমণী
- ঝর্ণার পাশে
- জীবন ও জীবনের মর্ম
- জলের সামনে
- জল বাড়ছে
- জয়ী নই, পরাজিত নই কবিতা
- জন্ম হয় না, মৃত্যু হয় না
- ছায়ার জন্য
- ছবি খেলা
- চোখ নিয়ে চলে গেছে
- চিনতে পারোনি?
- চন্দনকাঠের বোতাম
- প্রতীক্ষায়
- পেয়েছো কি?
- পুনর্জন্মের সময়
- নেই
- নীরার হাসি ও অশ্রু কবিতা
- নীরার পাশে তিনটি ছায়া কবিতা
- নীরার দুঃখকে ছোঁয়া
- নীরার অসুখ
- নিরাভরণ
- নিজের কানে কানে
- ধান
আরও পড়ুন: