কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা ,প্রতিবেদন হলো এক প্রকার নথি, যা একটি নির্দিষ্ট শ্রোতা ও উদ্দেশ্যের জন্য একটি সংগঠিত বিন্যাসে তথ্য উপস্থাপন করে। যদিও প্রতিবেদনের সারাংশ মৌখিকভাবে প্রদান করা যেতে পারে, তবে সম্পূর্ণ প্রতিবেদন প্রায়শই লিখিত নথির আকারে প্রকাশ করা হয়।

কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

তারিখ : ১১ / ০৮ / ০৯

বরাবর

অধ্যক্ষ,

কলেজ, রংপুর।

বিষয় : ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০৯’ উদ্‌যাপন উপলক্ষে প্রতিবেদন ।

মহোদয়,

আপনার প্রদত্ত ১১ আগস্ট ২০০৯ তারিখের স্মারক নং রংসক-৭৭/০৯ পত্রের আদেশক্রমে কলেজে অনুষ্ঠিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার একটি প্রতিবেদন আপনার সদয় অবগিতর জন্য পেশ করছি।

 

কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

 

১। গত ১ আগস্ট থেকে ৬ আগস্ট ২০০৯ পর্যন্ত আমাদের কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে।

২। অন্যান্য বছরের মতো এবারও কলেজ সংসদের সাহিত্য বিভাগকে সঙ্গে নিয়ে অধ্যাপকগণের সমন্বয়ে গঠন করা হয় জাতীয় সাহিত্য সপ্তাহ-২০০৯ উদযাপন কমিটি। এই কমিটি গঠিত হওয়ার পর বিপুল উৎসাহ ও উদ্দীপনার, মধ্য দিয়ে এ আয়োজনটি সফল করে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিষয় নির্বাচন, বিচারকমণ্ডলী নিয়োগ, কর্মসূচি প্রণয়ন, পুরস্কার ক্রয়, উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় উপ- পরিষদ গঠিত হয়। ৬ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজনে কোনো ত্রুটি যেন না থাকে সে সম্পর্কে সকলেই ছিলেন। সচেতন ও আন্তরিক।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

৩। অন্যান্য বারের তুলনায় এবারে জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিযোগিতার বিষয় যেমন ছিল অনেক, তেমনি ছিল বৈচিত্র্যপূর্ণ, যার জন্যে প্রায় সব শিক্ষার্থীই কম-বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

৪। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় অধ্যক্ষ এবং প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য

কবিপ্রতিভা কবি আল মাহমুদ। অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন

৫। ঘোষিত হয়। প্রতিযোগিতার বিষয়-বণ্টন ছিল নিম্নরূপ :

Capture কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

৬ । প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানমালা সমাপ্তি ঘোষণা করা হয়। কলেজের শিক্ষকগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের গুরুদায়িত্ব পালন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়।

৭ ।  প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কারের মোট মূল্যমান ছিল বিশ হাজার টাকা। প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার (৫টি) অর্জনের গৌরব লাভ করেছে প্রথমবর্ষের ছাত্রী আইরিন সুলতানা। ২য় বর্ষ বিজ্ঞান শাখার ছাত্র তৌফিকুর রহমান ৪টি প্রতিযোগী হিসেবে পুরস্কৃত হয়েছে ৪টি বিষয়ে প্রথম ও ১টি বিষয়ে দ্বিতীয় হয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ

 

কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

 

৮। অনুষ্ঠানের সকল দিবসেই দর্শক-শ্রোতার সমাগম ঘটেছে এবং শিক্ষা সপ্তাহ সাফল্যমণ্ডিত হয়েছে।

৯। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। আবারও এ বিষয়টি স্পষ্টতর হয়েছে যে লেখাপড়ার পাশাপাশি এভাবে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা শিক্ষার্থীর মেধা ও মননের বিকাশে একান্ত সহায়ক।

আপনার বিশ্বস্ত, ‘খ’ … সরকারি কলেজ, রংপুর।

আরও দেখুন:

Leave a Comment