কলেজে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

কলেজে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন | প্রাতিষ্ঠানিক প্রতিবেদন | ভাষা ও শিক্ষা , ‘প্রতিবেদন’ শব্দটি ইংরেজি Report শব্দের বাংলা পরিভাষা। Report শব্দটির বাংলা আভিধানিক অর্থ হলো – সমাচার, বিবরণী বা বিবৃতি। কোনো ঘটনা সম্পর্কিত তথ্যভিত্তিক বর্ণনাত্মক বিবরণকে একটি প্রতিবেদন বলে। তবে কখনো কখনো কোনো সুনির্দিষ্ট ঘটনা বা বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশে কোনো ব্যক্তি বা তদন্ত কমিশন কোনো খুঁটিনাটি অনুসন্ধানের পর সুপারিশসহ যে বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করে, তাও এক ধরনের প্রতিবেদন।

কলেজে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন

তারিখ : ১৬/০৩ / ০৯

বরাবর

অধ্যক্ষ,

কলেজ,

ময়মনসিংহ।

বিষয় : কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন।

জনাব,

আপনার প্রদত্ত ১৪ মার্চ ২০০৯ তারিখের স্মারক নং ময়সক-৪৪/০৯ পত্রের আদেশক্রমে কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার একটি প্রতিবেদন আপনার সদয় অবগিতর জন্য পেশ করছি।

 

কলেজে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন

 

১। গত ১০ মার্চ ২০০৯ কলেজের বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিবারের ন্যায় এবারেও কলেজের নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়িত্ব ছিল কলেজ সংসদের ক্রীড়া বিভাগের ওপর। অধ্যাপক আবু সাঈদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া-বিভাগের সম্পাদকের উদ্যোগে বিভিন্ন কমিটির সদস্যদের ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়েছে।

২। অন্যান্য বারের তুলনায় এবারে এই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয় যেমন ছিল অনেক তেমনি ছিল বৈচিত্র্যপূর্ণ, যার জন্যে প্রায় সব শিক্ষার্থীরাই কম বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ৩। ১০ মার্চ, ২০০৯ সকাল ন’টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য ক্রীড়াবিদ গাজী সালাউদ্দিন। দিয়ে বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতার উদ্বোধন ঘোষিত হয়। ন। অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য

৪। প্রতিযোগিতার বিষয়-বণ্টন ছিল নিম্নরূপ : ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়; দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ; লাফ-ধাপ-জাম্ফ; চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজ মহিলা অতিথিদের জন্য ছিল বাদ্যের তালে তালে বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা এবং পুরুষ অতিথিদের জন্য ছিল পশ্চাৎ দৌড়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

৫। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কলেজের শিক্ষকগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের গুরুদায়িত্ব পালন করেন। ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন স্থানীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অভিভাবক-অভিভাবিকা ও স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়াবিদদের উৎসাহ ও অনুপ্রেরণা দান করেন। অনুষ্ঠানসমূহ শ্রোতাদর্শকদের সকলের প্রশংসা অর্জন করে।

৬। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পদক পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কারের মোট মূল্যমান ছিল পঞ্চাশ হাজার টাকা। প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার (৫টি) অর্জনের গৌরব লাভ করেছে প্রথমবর্ষের ছাত্র আইরিন সুলতানা। ২য় বর্ষ বিজ্ঞান শাখার ছাত্র তৌফিকুর রহমান ৪টি বিষয়ে প্রথম ও একটি বিষয়ে দ্বিতীয় হয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে পুরস্কৃত হয়েছে। পিতা ই ৭। সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট খরচ হয়েছে এক লক্ষ দশ হাজার দু শ পঞ্চাশ টাকা। বিস্তারিত হিসাব কলেজের হিসাব শাখার পর্যালোচনা শেষে নোটিশ বোর্ডে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

 

কলেজে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন

 

৮। সমগ্র কার্যক্রমে এবার শিক্ষার্থীদের সহযোগিতা ছিল অন্যান্যবারের তুলনায় বেশি। অভিভাবকগণও এ কার্যক্রমে উৎসাহ দেখিয়েছেন। অনুষ্ঠানের অনেক দর্শকের সমাগম ঘটেছে এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হয়েছে।

৯। অভ্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। ১০। নিয়মিতভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্‌যাপন করতে পারলে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে। এ জন্য REST সারা বছর চর্চার সুযোগ তৈরি করতে হবে।

বিনীত প্রতিবেদক / আপনার বিশ্বস্ত

দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, … কলেজ, ময়মনসিংহ।

আরও দেখুন:

Leave a Comment