Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার সারাংশ সারমর্ম

স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার সারাংশ সারমর্ম লিখন

স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার… রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

 

স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার রচনা:

বক্তব্যটি বুঝে নিয়ে মূলভাবটি আলাদা করতে হবে এবং অলঙ্কার, উপমা, রূপক এগুলোকেও খুঁজে বের করতে হবে। অপ্রধান কথাগুলো বাদ দিয়ে মূলভাবটিকে সুসংহত কতে হবে। ভাব সবসময় অভিধানগত অর্থে ধরা পড়ে না। তার ব্যঞ্জনাধর্মী অর্থ বা তাৎপর্যকে উপলব্ধি করতে হবে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমার বিবেচনায় স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার, বিশুদ্ধ জল ও বায়ুর ব্যবস্থা নির্ধারণ। এসব বিষয়ে শিক্ষাবিস্তার এবং আদর্শ গঠিত পল্লী প্রদর্শন অতি সহজেই হইতে পারে। ইহার উপায় মেলা স্থাপন। পর্যটনশীল মেলা দেশের এক প্রান্ত হইতে আরম্ভ করিয়া অল্পদিনেই অন্য প্রান্তে পৌঁছিতে পারে। এই মেলায় স্বাস্থ্যরক্ষা সম্বন্ধে ছায়াচিত্রযোগে উপদেশ, স্বাস্থ্যকর ক্রীড়া-কৌতুক ও ব্যায়াম প্রচলন, যাত্রা, কথকতা, গ্রামের শিল্পবস্তুর সংগ্রহ, কৃষি প্রদর্শনী ইত্যাদি গ্রামহিতকর বহুবিধ কার্য সহজেই সাধিত হইতে পারে। আমাদের কলেজের ছাত্রগণও এই উপলক্ষে তাহাদের দেশ পরিচর্যাবৃত্তি কার্যে পরিণত করিতে পারেন।

 

 

স্বাস্থ্যরক্ষার উপায় গৃহ ও পল্লী পরিষ্কার সারাংশ :

ভ্রাম্যমাণ মেলার মধ্য দিয়ে সহজেই গ্রামীণ জনজীবনে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলা যায়। এ ধরনের মেলায় ছায়াচিত্র, যাত্রা, কথকতা, ক্রীড়া-কৌতুক ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়। এ ক্ষেত্রে কলেজের শিক্ষার্থীরাও স্বেচ্ছাকর্মীর ভূমিকা রাখতে পারে।

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

আরও দেখুন:

Exit mobile version