Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

লোভে পাপ পাপে মৃত্যু | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

লোভে পাপ পাপে মৃত্যু | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , কবি-সাহিত্যিকদের রচনায় অনেক সময় ভাব-সংহত বাক্য বা চরণ থাকে, যার মিত-অবয়বে লুক্কায়িত থাকে জীবন ও জগৎ সম্পর্কিত গূঢ় কথা, নিহিত থাকে ভূয়োদর্শনের শক্তি।

লোভে পাপ পাপে মৃত্যু

লোভ মানুষের চরিত্রের অবনতি ঘটায়। লোভের বশবর্তী হয়ে মানুষ সর্বনাশ ডেকে আনে। লোভ মানুষকে হিতাহিত- জ্ঞানশূন্য ও অসৎ উপায় অবলম্বন করতে প্ররোচিত করে। লোভে পড়ে মানুষ পাপকার্য করতে দ্বিধাবোধ করে না। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে, লোভ মানুষের পরম শত্রু। ভোগের নিমিত্ত উদ্ভ্রান্ত আবেগ আর দুর্দমনীয়- বাসনাই লোভ। জাগতিক যাবতীয় পাপের উৎসভূমি হচ্ছে লোভ। লোভের মায়ামোহে আচ্ছন্ন থেকে মানুষ সত্য ও সুন্দরকে করে অবজ্ঞা। সে বৈষয়িক বুদ্ধির প্রেরণায় পার্থিব ধন-সম্পদ আহরণে হয় ব্রতী।

 

 

অপরপক্ষে নির্লোভ ব্যক্তি পাপাচার-মুক্ত সত্য ও সুন্দরজীবন লাভ করে। তার নিরাসক্ত জীবনে ভোগের তাড়না নেই। ফলে তার মাঝে লোভ এবং পাপের অস্তিত্ব নেই। লোভ বর্জন না করলে জীবনকে সার্থক ও সুন্দর করা যায় না। নির্লোভ জীবন সকলের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে। মানুষের জীবনে যেসব মন্দ প্রবৃত্তি আছে তার একটি হচ্ছে লােভ। লােভ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য ও অসৎ উপায় অবলম্বন করতে প্ররােচিত করে। লােভে পড়ে মানুষ পাপ কাজ করতে দ্বিধাবােধ করে না।লােভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে, লােভ মানুষের পরম শত্রু।। ভােগের নিমিত্তে উদ্ভান্ত আবেগ আর দুর্দমনীয় বাসনাই লােভ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

জাগতিক যাবতীয় পাপের উৎসভূমি হচ্ছে লােভ। লােভের মায়ামমাহে আচ্ছন্ন থেকে মানুষ সত্য ও সুন্দরকে করে অবজ্ঞা। সে বৈষয়িক বুদ্ধির প্রেরণায় পার্থিব ধন-সম্পদ আহরণে হয় ব্রতী। ন্যায়-অন্যায় বিবেচনা না করেই মানুষ লােভের ফাদে পা দেয়। লােভের তাড়নায় মানুষ অসৎ কাজে নেমে পড়ে। নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করতে ছাড়ে না। এভাবে মানুষ পাপের পথে পা বাড়ায় এবং ক্রমে মনুষ্যত্ব হারায়। প্রকৃতপক্ষে জাগতিক যাবতীয় পাপের উৎসভূমি হচ্ছে লােভ। মানুষের ধ্বংসের পথ প্রশস্থ করে লােভ, তাই লােভ পরিহার করা বাঞ্ছনীয়।

 

 

অপরপক্ষে নির্লোভ ব্যক্তি পাপাচার-মুক্ত সত্য ও সুন্দরজীবন লাভ করে। তার নিরাসক্ত জীবনে ভােগের তাড়না নেই। ফলে তার মাঝে লােভ এবং পাপের অস্তিত্ব নেই। লােভ বর্জন না করলে জীবনকে সার্থক ও সুন্দর করা যায় না। নির্লোভ জীবন সকলের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে।

আরও দেখুন:

Exit mobile version