Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

যে জাতি জীবনহারা অচল অসাড় | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

যে জাতি জীবনহারা অচল অসাড় | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , ভাবসম্প্রসারণ করার সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে সংহত বক্তব্যটিকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ভাব রূপক-প্রতীকের আড়ালে সংগুপ্ত থাকলে, প্রয়ােজনে যুক্তি, উপমা, উদাহরণ ইত্যাদির সাহায্যে বিশ্লেষণ করতে হবে।

যে জাতি জীবনহারা অচল অসাড়, / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

যেকোনাে জাতির উন্নতির পিছনে রয়েছে এর নিজস্ব চেতনা ও আদর্শ।আদর্শচ্যুত জাতি কখনাে লক্ষ্যে পৌছতে পারে না, বরং পদে পদে নানা বিপর্যয়ের সম্মুখীন হয়। মানবজীবন প্রবহমান নদীর মতােই গতিশীল। যখন বিভিন্ন রকম সংস্কার, আচার, রীতিনীতি তাকে ঘিরে ধরে। তখন জীবন প্রবাহ ও সমাজ সভ্যতা মুখ থুবড়ে পড়ে। জীবন চলার পথে পিছনে ফিরে তাকানাের অবকাশ নেই।

 

 

পিছনে ফিরে তাকালেই নানারকম সংস্কাররূপ বাধা জীবনে গতিকে রুদ্ধ করে দিতে পারে। একজন সচেতন নাগরিক বা ব্যক্তিকে এসব জীর্ণ বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। মানুষের জীবনের মতাে জাতিও গতিশীল। সময়ের পরিবর্তনের সাথে জাতীয় জীবনের বিকাশ ঘটে। কোনাে কারণে যদি কোনাে জাতি চলার ছন্দ হারিয়ে ফেলে, তাহলে সে জাতি তার স্বাভাবিক বিকাশ হারিয়ে পিছনেই পড়ে থাকে।

 

 

বাংলাদেশ উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশগুলােতে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি সবচেয়ে বেশি। এজন্য উন্নয়নশীল দেশগুলাে আধুনিক সভ্যতার আলাে থেকে বঞ্চিত হতে থাকে। বাংলাদেশে জনসংখ্যা সমস্যা একটি জাতীয় সমস্যা। জন্মনিয়ন্ত্রণই এ সমস্যা সমাধানের একমাত্র উপায়। কিন্তু অধিকাংশ নারী-পুরুষ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করাকে পাপ বলে মনে করে। তারা মনে করে সৃষ্টি করেছেন যিনি রিজিক বা আহারও দিবেন তিনি। তাই তারা জন্মনিয়ন্ত্রণের আদৌ তােয়াক্কা না করে অধিকসংখ্যক সন্তান জন্ম দিয়ে থাকে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

এতে নানা সমস্যার সৃষ্টি হয়। মা ও সন্তান উভয়ের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে পড়ে। সাথে সাথে পরিবারের সবাই মৌলিক সামাজিক চাহিদা থেকে বঞ্চিত হয় এবং এরা এক সময় জাতির জন্য বােঝা হয়ে দাঁড়ায়। যা হােক, জন্মনিয়ন্ত্রণ না করার মতাে বিভিন্ন লােকাচার বা জীর্ণতা জাতীয় জীবনের গতিকে অসার ও অচল করে তােলে। তখন জাতির ভাগ্যাকাশে দুর্যোগ নেমে আসে। জাতির হাতে-পায়ে পড়ে নানারকম বিধিনিষেধের – বেড়ি। নিষ্ঠুরভাবে পরাধীনতার শিকলে আবদ্ধ হতে হয় জাতিকে। তখন এ শিকল মুক্ত করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে।দেশের নাগরিকের মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকলে কোনাে ধরনের জড়তা বা কুসংস্কার তাদেরকে গ্রাস করতে পারে না। প্রাণপণ প্রচেষ্টা ও স্বকীয়তার অনুশীলনের মধ্য দিয়ে সেই জাতি অনায়াসেই পৌঁছে যেতে পারে উন্নতির শীর্ষে।

আরও দেখুন:

Exit mobile version