মিথ্যা শুনিনি ভাই | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , ভাবসম্প্রসারণ কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তর্নিহিত তৎপর্যকে ব্যাখ্যা করা, বিস্তারিত করে লেখা, বিশ্লেষণ করা। ঐশ্বর্যমণ্ডিত কোনাে কবিতার চরণে কিংবা গদ্যাংশের সীমিত পরিসরে বীজধর্মী কোনাে বক্তব্য ব্যাপক ভাবব্যঞ্জনা লাভ করে।
মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।
সব উপাসনালয় থেকে শ্রেষ্ঠ মানুষের হৃদয় বা মন। কেননা পবিত্র হৃদয়েই অবস্থান করে স্রষ্টা। তাই হৃদয়ই স্বর্গ—হৃদয়ই সত্য—হৃদয়ই স্রষ্টা।হৃদয় আছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব। হৃদয় আছে বলেই মানুষের মধ্যে প্রেম আছে, কল্পনা আছে, সৌন্দর্যবোধ আছে, ধর্ম আছে। পৃথিবীর সকল পাপ-পুণ্য, ভাল-মন্দ, ধর্ম-অধর্মের পার্থক্য নির্ধারণে মানুষকে পরিচালিত করে তার মন।
এ মন বা হৃদয় দ্বারা পরিচালিত হয়ে মানুষ সৎ কাজ করে এবং আত্মার তৃপ্তি অর্জন করে। দৈনন্দিন- জীবনের দ্বন্দ্ব-সংঘাত, হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, স্বার্থচিন্তা, কুমন্ত্রণা প্রভৃতির ক্লেদাক্ত সংস্পর্শে হৃদয়ের অকৃত্রিম হৃদয়বৃত্তি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। তা তখন বাইরের বস্তুগত জিনিসের প্রতিবিম্বে ভরপুর হয়ে ওঠে। ব্যক্তির হৃদয় পূর্ণ হয়ে যায় পাপে আর জঘন্যতায়।
তখন জীবন ও জগতের মহাসত্যের সন্ধানে- মসজিদ, মন্দির, গির্জায় ঊর্ধ্বশ্বাসে ছুটে যেতে হয়। মুক্তির সন্ধানে তাকে বাইরের ভুবনে কেঁদে ফিরতে হয়। কিন্তু মুক্তি তো ভেতরের জিনিস, তাকে কি আর বাইরে মসজিদ-মন্দিরে পাওয়া যায়? মুক্তি-সুধার স্বতঃস্ফূর্ত ঝরনাধারা থেকে পান করতে হলে তার উৎসমূল হৃদয়েই খোঁজ করতে হবে। কারণ, প্রকৃত মুক্তির সন্ধান রয়েছে হৃদয়ের স্বর্গীয় মন্দিরে। তার উপর বড় উপাসনালয় আর নেই।সুতরাং, এ হৃদয়ই সমস্ত উপাসনালয়ের সর্বশ্রেষ্ঠ স্থান। হৃদয় কলুষিত হলে দিনরাত আরাধনা করলেও কোনো ফল হবে না।
আরও দেখুন:
- প্রধান অতিথির ভাষণ | ভাষণ | ভাষা ও শিক্ষা
- সমিতির সভাপতির অভিভাষণ | ভাষণ | ভাষা ও শিক্ষা
- ভাষণের আকার আকৃতি | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- অনুবাদের নিয়ম বা সার্থক অনুবাদের জন্য প্রয়োজনীয় নিয়ম | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- অনুবাদের শ্রেণিবিভাগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা