Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪) – জীবনানন্দ দাশ | মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪) 

মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪)  কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ যেটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে এবং এর প্রকাশক ছিলেন সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ দাশ। মহাপৃথিবী’র সবচেয়ে বিখ্যাত কবিতা আট বছর আগের একদিন।

 

মহাপৃথিবী

 

মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪) এর কবিতা সূচি:

 

মহাপৃথিবী কাব্যগ্রন্থ – জীবনানন্দ দাশ (১৯৪৪) ডাউনলোড PDF

 

আরও দেখুন:

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
Exit mobile version