Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

ইহাদেরি কানে কবিতা – জীবনানন্দ দাশ

ইহাদেরি কানে কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের একটি কবিতা। মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪)  কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ যেটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে এবং এর প্রকাশক ছিলেন সত্যপ্রসন্ন ঘোষ।

 

 

ইহাদেরি কানে কবিতা – জীবনানন্দ দাশ

একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে
অনেক কবিতা লিখে চলে গেলো যুবকের দল;
পৃথিবীর পথে-পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে
শুনিল আধেক কথা – এই সব বধির নিশ্চল
সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরি কানে
অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেলো যুবকের দল:
একবার নক্ষত্রের পানে চেয়ে – একবার বেদনার পানে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আরও দেখুন:

Exit mobile version