Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

মুহূর্ত কবিতা – জীবনানন্দ দাশ | মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪) 

মুহূর্ত কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের একটি কবিতা। মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪)  কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ যেটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে এবং এর প্রকাশক ছিলেন সত্যপ্রসন্ন ঘোষ।

 

মুহূর্ত কবিতা – জীবনানন্দ দাশ

আকাশে জোছনা-বনের পথে চিতাবাঘের গায়ের ঘ্রাণ;
হৃদয় আমার হরিণ যেন:
রাত্রির এই নীরবতার ভিতর কোন্ দিকে চলেছি!
রতপালি পাতার ছায়া আমার শরীরে,
কোথাও কোনো হরিণ নেই আর;
যত দূর যাই কাসেতর মতো বাঁকা চাঁদ
শেষ সোনালি হরিণ-শস্য কেটে নিয়েছে যেন;
তারপর ধীরে ধীরে ডুবে যাচ্ছে
শত শত মৃগীদের চোখের ঘুমের অন্ধকারের ভিতর।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আরও দেখুন:

Exit mobile version