Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

মহানগরীর পরিবেশ দূষণ সম্পর্কে বন্ধুকে চিঠি

মহানগরীর পরিবেশ দূষণ সম্পর্কে বন্ধুকে চিঠি লেখার একটি নমুনা তৈরি করে দেয়া হল। আপনি পড়ে বুঝে এরপর নিজের ভাষায় নিজের মতো করে লিখুন।

 

 

মহানগরীর পরিবেশ দূষণ সম্পর্কে বন্ধুকে চিঠি

মিরপুর, ঢাকা ১৫ জুন, ২০০০

প্রিয় বন্ধু ‘ক’,

আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। মহানগরীর পরিবেশ দূষণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে জীবনযাত্রার মান ক্রমেই দুর্বিষহ হয়েউঠেছে। আজ সে সম্পর্কেই তোমাকে অবহিত করছি। রাজধানী শহর ঢাকাকে একসময় তিলোত্তমা করার কথা বলা হয়েছিল। বাস্তবে তার অবস্থা কত করুণ তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না। মানুষের ভিড়ে, যানবাহনের জ্যামে, গাড়ি-কল-কারখানার কালো ধোঁয়ায়, রাস্তার পাশে খোলা নর্দমার দুর্গন্ধে নগরীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জীবন হয়েছে বিপর্যস্ত মহানগরীর অনেক জায়গাতেই জলাবদ্ধতা বিদ্যমান একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে যেভাবে পানি জমে থাকে তাতে জনজীবনে নেমে আসে স্থবিরতা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

জলাবদ্ধতার কারণে জনজীবনে যে ভোগান্তি তার করুণ দৃশ্য দেখলে হৃদয়-মন শিউরে ওঠে। এদিকে মহানগরীর অপরিকল্পিত দালান-কোঠা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে লোকসংখ্যা। জীবিকার প্রয়োজনে মানুষ শহরমুখী হওয়ার জন্যে ছিন্নমূলের সংখ্যা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, একইসঙ্গে গড়ে উঠছে বস্তি। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে নাগরিকজীবন আজ হুমকির সম্মুখীন।

 

 

এ অবস্থা চলতে থাকলে এর পরিণতি হবে খুবই ভয়াবহ। যত দ্রুত সম্ভব এ-অবস্থার নিরসন করার জন্যে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারকে নিতে হবে বাস্তবমুখী কার্যকর পদক্ষেপ। একইসঙ্গে নগরীর নাগরিক-সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলেই মহানগরীকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। আজ আর নয়। চিঠির উত্তর দিও।

 

ইতি

প্রীতিমুগ্ধ

 

আরও দেখুন:

Exit mobile version