Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , ভাববীজটি বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি, এ ধরনের কবিতার চরণে বা গদ্যাংশে সাধারণত মানবজীবনের কোনাে মহৎ আদর্শ, মানবচরিত্রের কোনাে বিশেষ বৈশিষ্ট্য, নৈতিকতা, প্রণােদনমূলক কোনাে শক্তি, কল্যাণকর কোনাে উক্তির তাৎপর্যময় ব্যঞ্জনাকে ধারণ করে আছে। ভাবসম্প্রসারণ করার সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে সংহত বক্তব্যটিকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ভাব রূপক-প্রতীকের আড়ালে সংগুপ্ত থাকলে, প্রয়ােজনে যুক্তি, উপমা, উদাহরণ ইত্যাদির সাহায্যে বিশ্লেষণ করতে হবে।

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে / মানবের মাঝে আমি বাঁচিবার চাই

মানুষ মাত্রই মরণশীল। জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তবু এই রূপ-রস- গন্ধময় সুন্দর পৃথিবীকে ছেড়ে কেউ যেতে চায় না। এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। উজ্জ্বল সূর্যালোক, পূর্ণিমা রাতে চাঁদের স্নিগ্ধ আলো, পুষ্পিত রঙের কানন, শ্যামল-সবুজ মাটি এবং চারপাশের বিচিত্র মানবজীবন ইত্যাদি ছেড়ে মানুষ মৃত্যুবরণ করতে চায় না। চিরদিন এই পৃথিবীর সৌন্দর্যের মধ্যে, মানুষের বিচিত্র জীবনের মধ্যে মানুষ নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে চায়, চায় নিজের জীবনকে সার্থক করে তুলতে।

 

 

মানুষের জীবনে মৃত্যু অনিবার্য। জীবনের এই পরিবর্তন অগ্রাহ্য করা কারও পক্ষে সম্ভব নয়। তবে এই পরিণাম সম্পর্কে সচেতন থেকেও মানুষ এই পৃথিবীকে অকৃত্রিমভাবে ভালোবাসে। বস্তুত মায়াবিনী কুহকিনী পৃথিবী মানুষকে
তার মায়াজালে এমনভাবে আবদ্ধ রাখে যে, এই পৃথিবীর রূপ-রস-বর্ণ-গন্ধ-স্পর্শ ছেড়ে সে যেতে চায় না—

 

 

চিরজীবন তার কোলে মাথা রেখে বেঁচে থাকার মিনতি জানায়। এ অমরত্বের প্রার্থনা মানুষের চিরন্তন। মধুময় পৃথিবীর ধূলিকণা গায়ে মেখে মানুষ অমৃতের স্বাদ লাভ করে বলেই, তার কাছে পৃথিবী এত সুন্দর। পৃথিবী মানবের এক অপূর্ব লীলাক্ষেত্র। মানুষ পৃথিবীতে এসে চারদিকে জীবনের যে আনন্দময় প্রকাশ দেখে এবং প্রকৃতির মধ্যে যে অনাবিল সৌন্দর্য উপভোগ করে তা ছেড়ে সে স্বর্গেও যেতে চায় না। স্নেহ-প্রেম ভালোবাসাপূর্ণ এই জগৎসংসারের মায়াময় পরিবেশ ছেড়ে চিরদিনের জন্যে চলে যেতে হবে বলেই এর প্রতি মানুষের ভালবাসাও প্রবলতর। বিধাতার আনন্দের ফল এই পৃথিবী।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

এর সৌন্দর্য ও মায়া জীবনকে এত বেশি আকর্ষণ করে এবং হৃদয়কে এত বেশি অভিভূত করে যে, সবসময়ই মানুষের কণ্ঠে শোনা যায় এর প্রতি মমত্ববোধের অকৃত্রিম উচ্চারণ।মানুষ মরণশীল বলে একসময় এই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করতে হয়। জীবনের এই পরিণতিকে অগ্রাহ্য করা কারও পক্ষে সম্ভব নয়। অবশ্যম্ভাবী এই পরিণাম জেনেও মানুষ এই পৃথিবীর রূপ-রস-গন্ধে আকৃষ্ট হয়ে, তার রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর কথা ভুলে গিয়ে আমৃত্যু বেঁচে থাকতে চায়।

আরও দেখুন:

Exit mobile version