Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

ভাষারীতির ব্যবহারিক উপাদান ও গুরুচন্ডালী দোষে দুষ্ট হওয়ার কারণ

ভাষারীতির ব্যবহারিক উপাদান ও গুরুচন্ডালী দোষে দুষ্ট হওয়ার কারণ – বিষয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিষয়ের “বাংলা ভাষা” বিভাগের একটি পাঠ।

 

ভাষারীতির ব্যবহারিক উপাদান ও গুরুচন্ডালী দোষে দুষ্ট হওয়ার কারণ

 

ভাষা গুরুচন্ডালী দোষে দুষ্ট হওয়ার কারণ :

বাংলা ভাষার বিবর্তনের সূত্রে ভাষায় এসেছে নানা জাতের শব্দ, এসেছে শব্দের বিচিত্র প্রয়োগ। ফলে ভাষায় সাধু ও চলিত রীতির মিশ্রণ হচ্ছে। তা ছাড়া ছাত্রছাত্রীর ভাষারীতিতে সাধু ও চলিত রীতির মিশ্রণের অন্যতম কারণ হল শিক্ষার্থীদের ভেতর রয়েছে আঞ্চলিক ভাষার প্রভাব।

চলিত ভাষার সাবলীল কথ্য রীতির সঙ্গে আঞ্চলিক ভাষার উচ্চারণগত অশুদ্ধ রূপ ও সাধু ভাষার ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরীতির মিশ্রণে এই মিশ্রণজনিত গুরুচণ্ডালী রীতি সৃষ্টি হচ্ছে। সর্বোপরি সাধু ও চলিত ভাষা সম্পর্কে জ্ঞান না থাকা এবং ব্যাকরণগত দুর্বলতাও ভাষারীতি মিশ্রণের অন্যতম কারণ।। তাই সাধু ও চলিত ভাষার মিশ্রণ থেকে মুক্তি পেতে হলে যেমন সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, ” একইভাবে ভাষারীতির রূপান্তরের জন্যেও ভাষার ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

 

 

ভাষারীতির ব্যবহারিক উপাদান

ভাষা প্রকাশের জন্যে অর্থাৎ পূর্ণরূপে মনোভাব প্রকাশের জন্যে প্রয়োজন হয় বাক্য গঠনের। আর বাক্য গঠনের মূল উপাদান হল অর্থবোধক শব্দ বা শব্দসমষ্টি। যদিও শব্দের মৌলিক উপাদান মানুষের মুখনিঃসৃত ধ্বনি, তবু ধ্বনিসমষ্টিযোগে অর্থপূর্ণ শব্দ গঠিত হয়ে একাধিক শব্দের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত না হওয়া পর্যন্ত মনের ভাব সঠিকভাবে প্রকাশিত হয় না।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সেক্ষেত্রে ভাষাও কোনো পূর্ণাঙ্গ রূপ পায় না। ভাষা উচ্চারণ করে ও লিখে ব্যবহারের জন্যেই তৈরি হয়েছে ভাষারীতি। এই রীতি সব ক্ষেত্রে শব্দের সঠিক প্রয়োগের ওপর নির্ভরশীল। মানুষ সাধু বা চলিত যে-রীতিতেই ভাষা ব্যবহার করুক না কেন, একটি পূর্ণাঙ্গ বাক্য গঠনের জন্যে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় “শব্দ’।

অর্থগত বৈচিত্র্যের প্রয়োগকুশলতাই ভাষাকে আকর্ষণীয়, সৌন্দর্যমণ্ডিত ও সুললিত রূপ দান করে। তাই ভাষারীতি ব্যবহারের নিয়মকানুন জানার পাশাপাশি বিভিন্ন শব্দের অর্থগত বৈশিষ্ট্য ও প্রায়োগিক রীতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

 

 

আরও দেখুন:

Exit mobile version