Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

ভাষণ কী | নির্মিতি | ভাষা ও শিক্ষা

ভাষণ কী | নির্মিতি | ভাষা ও শিক্ষা , ভাষণ একটি বাচনিক শিল্পমাধ্যম। নানা উপলক্ষে সমাজবদ্ধ মানুষকে সভাসমিতিতে তার নানা বক্তব্য নিবেদন করতে হয়। বক্তৃতা বা ভাষণ দান একটি সুসভ্য রীতি। ভাষণ তাই সমাজের একটি আনুষ্ঠানিক ব্যাপার। কোনো বিষয়বস্তু সম্পর্কে বস্তুনিষ্ঠ, সাবলীল, শ্রুতিমধুর এবং নিয়মসিদ্ধ বক্তৃতাকেই ভাষণ বলে।

ভাষণ কী | নির্মিতি | ভাষা ও শিক্ষা

অন্যভাবেও বলা যায়, কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে সভা-সমাবেশ বা অনুষ্ঠানে সমবেত দর্শক শ্রোতাদের উদ্দেশে বক্তব্য প্রদানকেই ভাষণ বলা হয়। অর্থাৎ, কোনো আয়োজিত অনুষ্ঠানে সমাগত দর্শক-শ্রোতার সামনে কোনো বিষয় সম্পর্কে উপস্থাপিত বক্তৃতাই ভাষণ। ভাষণকে বক্তৃতা, অভিভাষণ, প্রতিভাষণ, বিবৃতি ইত্যাদি নামেও অভিহিত করা হয়।

 

 

তবে, বাংলা ভাষায় ‘বক্তৃতা’ ও ‘ভাষণ’ শব্দ দুটিই বেশি প্রচলিত ও ব্যবহৃত। আধুনিক কালে বাগ্মিতাকে একটি গুরুত্বপূর্ণ গুণ বলে স্বীকার করা হয়। প্রাচীন গ্রিস এবং রোমে বাগ্মিতার বিশেষ চর্চা করা হত। মনীষী ডিমস্থিনিস তাঁর বাগ্মিতার জন্য আজও স্মরণীয় হয়ে আছেন। অ্যান্ডমন্ড বার্ক তাঁর বক্তৃতার দ্বারা ব্রিটিশ পার্লামেন্টকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্মমহাসম্মেলনে ভাষণের সাহায্যেই পৃথিবীবিখ্যাত হয়েছিলেন। আমাদের দেশে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জননন্দিত বক্তা হিসেবে অবিস্মরণীয় হয়ে আছেন।

 

 

সুন্দর কথা যেমন মানুষকে আকৃষ্ট করে তেমনি সুন্দর বক্তৃতা ও ভাষণ মানুষকে আকৃষ্ট করে। কথা ও ভাষণের বিষয়কে যেমন সুন্দর করে তোলা যায় তেমনি উপস্থাপনার কৌশল বক্তৃতার ভঙ্গি, চমৎকার উচ্চারন, ভাষণদানকারীর ব্যক্তিত্ব সব কিছু মিলিযে ভাষণকে একটি শিল্পে পরিণত করতে পারে। চমৎকার ভাষণ প্রদান তাই অনুশীলনের যোগ্য ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Exit mobile version