Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

একজন শিক্ষার্থীর দিনলিপি (২) | নির্মিতি | ভাষা ও শিক্ষা

“একজন শিক্ষার্থীর দিনলিপি (২)” একটি দিনলিপিনির্ভর রচনা, যেখানে একজন শিক্ষার্থী তার প্রতিদিনের অভিজ্ঞতা, অনুভূতি ও ভাবনার প্রকাশ ঘটিয়েছে সরল ও স্বাভাবিক ভাষায়। এই রচনাটি কেবলমাত্র একজন শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবিই নয়, বরং সময় ব্যবস্থাপনা, অধ্যয়নের অভ্যাস, পারিপার্শ্বিক উপলব্ধি এবং আত্মসংবেদনের একটি শিক্ষণীয় দলিল। বাংলা গুরুকুলের “ভাষা ও শিক্ষা” বিভাগের “নির্মিতি” অংশে অন্তর্ভুক্ত এই রচনাটি শিক্ষার্থীদের দিনলিপি লেখার গুরুত্ব ও ভাষা চর্চার তাৎপর্য অনুধাবনে সহায়ক ভূমিকা রাখে। এটি একদিকে যেমন চিন্তাকে শৃঙ্খলাবদ্ধ করে, তেমনি ভাষা-ব্যবহারের দক্ষতাও বাড়ায়।

একজন শিক্ষার্থীর দিনলিপি (২)

১০.৫.২০১৫

প্রতিদিনের দিনলিপি লেখার শুরুতেই প্রথমেই আমার জীবন-ভাবনাগুলো দু-চার কথায় লিখে রাখি। আজও তার ব্যতিক্রম নয়। কল্পনা-বিলাসিতা আর বন্ধুদের সঙ্গে আড্ডা বার বার গ্রাস করতে চায় মূল্যবান সময়। আমি কবিগুরু রবীন্দ্রনাথের কথা স্মরণ করি : বার বার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খরস্রোতে ভাসিছ, সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে। ‘ আমি জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চাই। চাই জীবনকে সার্থক করে তুলতে। আজ ১০ মে। খুব ভোরে ঘুম থেকে ওঠেছি। প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণ শেষে নাস্তা খাওয়া, পড়তে বসা এবং গোসল শেষে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। যথাসময়ে কলেজে পৌঁছি।

আজ বাংলা ক্লাসের আগে জানতে পারি আমাদের কলেজে একজন নতুন স্যার এসছেন। তিনি আমাদের বাংলা পড়াবেন। এ কলেজেই তাঁর প্রথম চাকরি। তাই কী পড়াবেন, কেমন পড়াবেন— এ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। কিন্তু প্রথম ক্লাসেই তিনি আমাদের মন জয় করে নিলেন। স্যার শিক্ষকতায় নতুন হলেও তাঁর জীবনে রয়েছে বিচিত্র ধরনের অভিজ্ঞতা। গান, কবিতা, নাটক সব ক্ষেত্রেই যে তিনি যথেষ্ট পারদর্শী প্রথম দিনেই আমরা তা বুঝে গেলাম । স্যারকে আমাদের সবারই খুব ভালো লাগলো।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

স্যারের পড়ানোর ভঙ্গিটা ছিল অসাধারণ, চমৎকার। স্যারের ভিন্ন রকম উপস্থাপনায় বইয়ের বিষয়গুলো যেন আমাদের সামনে জীবন্ত হয়ে উঠল; কঠিন বিষয়গুলো হয়ে উঠলো সহজ- সরল ও স্বাভাবিক। প্রথম দিনেই তিনি এভাবে আমাদের পাঠের ভেতর নিয়ে যাবেন তা ভাবতেই পারিনি। বিকেলে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমুতে যাই। এরপর সন্ধ্যায় যথারীতি পড়তে বসা। রাতের খাবার শেষে আবারও পড়ার টেবিলে। ভুল বললাম, আজ আর পড়ার টেবিলে যাইনি। আজ টেলিভিশনে একটা নাটক দেখে ঘুমুতে যাই।

Exit mobile version