বিপরীতার্থক শব্দের নমুনা দেখবো আজ। এটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের নির্মিতি অংশের প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বিষয়ের পাঠ।
Table of Contents
বিপরীতার্থক শব্দের নমুনা
অ
আ
ই / ঈ
উ/ঊ/ঋ
এ/ঐ/ও/ঔ
ক/ক্ষ
খ, গ, ঘ
চ/ছ
জ/ঝ
ট, ঠ, ড, ঢ
ত,থ
দ, ধ
ন
প, ফ
ব, ভ
ম
য, র, ল
শ, ষ
স, হ
প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
দুটি শব্দের উচ্চারণ একই রকম হলে তাদের বলা হয় সমোচ্চারিত শব্দ। বাংলা ভাষায় এমন কতকগুলো শব্দ আছে যেগুলো উচ্চারণের দিক থেকে প্রায় একরকম, কিন্তু অর্থের দিক থেকে সেগুলোর মধ্যে পার্থক্য বিদ্যমান। এসব শব্দকে প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। যেমন : আপন নিজ অনু পশ্চাৎ অংশ ভাগ নি কাঁধ আপণ দোকান অণু ক্ষুদ্রতম অংশ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এ ধরনের শব্দকে দু ভাগে বিভক্ত করেছেন। যথা : (১) সমোচ্চারিত শব্দ এবং (২) প্রায় সমোচ্চারিত শব্দ।
তাঁর মতে, দুটি বা তারও বেশি শব্দ, বানানে ও অর্থে ভিন্ন হওয়া সত্ত্বেও, উচ্চারণে একরূপ হলে সেগুলোকে সমোচ্চারিত (বা সমধ্বনিক) ভিন্নার্থক শব্দ বলে। অন্যদিকে বানান বা অর্থ ভিন্ন, কিন্তু উচ্চারণ প্রায় একরূপ এমন জোড়া শব্দকে প্রায় সমোচ্চারিত শব্দ ব লা হয়েছে। এসব শব্দের উচ্চারণ কানে শুনে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় না।
এদের পার্থক্য বানানে। তবে উচ্চারণে ব্যবহৃত বাক্যের প্রসঙ্গ বিবেচনা করেও অনেক ক্ষেত্রে অর্থ নির্ণয় করা যেতে পারে। শব্দের প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে বানানের দিকে লক্ষ রাখতে হয়। ঠিক বানান ও অর্থ জানা না থাকলে, এরূপ শব্দের প্রয়োগেও বিভ্রাট ঘটা স্বাভাবিক।
এ প্রসঙ্গে ড. মুহম্মদ এনামুল হক মন্তব্য করেছেন, উচ্চারণের বেলায় যদিও শব্দগুলো ঠিক একরূপ নয়, অশোক মুখোপাধ্যায় তাঁর সংসদ বানান অভিধানে বলেছেন ‘সমোচ্চারিত শব্দের অধিকাংশই উচ্চারণে একই রূপ এবং কিঞ্চিৎ পৃথক, তবু বাংলাভাষীদের মুখে অনেকসময় এক রূপই উচ্চারিত হয়। এসব শব্দের অনেকগুলোর মূল উচ্চারণ সম্পূর্ণ পৃথক ছিল।

কালক্রমে তা লোপ পেয়ে এখন উচ্চারণে অনেকটা এক হয়ে গেছে। অর্থের দিক থেকে ভিন্নতা থাকায় সমস্যার কারণ হতে পারে। সেজন্য কোন কোন অভিধানে এ ধরনের শব্দযুগলের অর্থ-পার্থক্য দেখিয়ে পাঠককে সচেতন করা হয়েছে।
আরও দেখুন:
- বিপরীত শব্দের আবশ্যকতা | বিপরীত শব্দ গঠন | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ | বিপরীত শব্দের আবশ্যকতা | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- সমার্থক শব্দ বা প্রতিশব্দের নমুনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- বাক্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা