বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়সমূহ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়সমূহ নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরেজের ” নির্মিতি” অংশের একটি পাঠ। ভাষার ব্যবহারিক সুবিধা বাড়ানোর জন্যে প্রত্যেকটি ভাষার শব্দে কিছু পরিবর্তন আনয়ন করা হয়। এই পরিবর্তন কখনো শব্দগঠন আবার কখনো শব্দের অর্থগত পরিবর্তনের মাধ্যমে সাধিত হয়। বিপরীত শব্দের গঠন এই পরিবর্তনেরই একটি চলন্ত প্রক্রিয়া।

বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়সমূহ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

বিপরীত শব্দ গঠনের ক্ষেত্রে কতকগুলো বিষয়ের দিকে লক্ষ রাখতে হয়। যেমন :

১. শব্দের গঠনগত ও শ্রেণীগত সমতা বজায় রাখা। যেমন : লঘুত্ব – গুরুত্ব; সাকার – নিরাকার; সুরুচি কুরুচি।

২. সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বিপরীতে একই শ্রেণীর শব্দ তথা তৎসম শব্দ ব্যবহার করা। তৎসম শব্দের বিপরীতে কোনো অবস্থাতেই অতৎসম (তদ্ভব, দেশি, বিদেশি) শব্দ ব্যবহার করা যাবে না। যেমন : ‘জন্ম-মরা’ না হয়ে হবে ‘জন্ম-মৃত্যু’; ‘ভ্রাতা–বোন’ না হয়ে হবে ‘ভ্রাতা-ভগ্নী’ ইত্যাদি। এরকম : সম্মুখে, পশ্চাতে কিন্তু সামনে—পেছনে; উচ্চনীচ, কিন্তু উঁচু-নিচু।

 

বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়সমূহ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

৩. অনুরূপভাবে তদ্ভব শব্দের বিপরীতে তদ্ভব শব্দ, দেশি শব্দের বিপরীতে দেশি শব্দ ও বিদেশি শব্দের বিপরীতে বিদেশি শব্দ ব্যবহার করা। যেমন, হাসি-কান্না; প্রফিট-লস, ফেল-পাস। ৪. মূল শব্দ এবং বিপরীত শব্দের লিঙ্গ একইরকম হবে।

 

বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়সমূহ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

অর্থাৎ মূল শব্দ পুরুষবাচক হলে বিপরীত শব্দ পুরুষবাচক এবং মূল শব্দ স্ত্রীবাচক হলে বিপরীত শব্দ স্ত্রীবাচক হবে। যেমন : দোষী (পু.) – নির্দোষ (পু.); সুন্দরী (স্ত্রী.) — অসুন্দরী (স্ত্রী.) । ৫. মূল শব্দটি যে পদ ও কারক-বিভক্তি নির্দেশ করে বিপরীত শব্দেও তা অধিকাংশ ক্ষেত্রে বজায় রাখা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

যেমন : ‘হাসি’ বিশেষ্য হলে তার বিপরীত বিশেষ্য শব্দ হবে ‘কান্না’, কিন্তু ‘হাসি’ ক্রিয়াপদ হলে তার বিপরীত শব্দ ‘কাঁদি’ ক্রিয়াপদ হবে। আবার কারক-বিভক্তির ক্ষেত্রে যেমন : ঘরে— বাইরে (অধিকরণে সপ্তমী বিভক্তি)। জ্ঞাতব্য : স্বামী— স্ত্রী, ছেলে— মেয়ে, “বেটাছেলে— মেয়েছেলে, নারী— পুরুষ ইত্যাদি বিপরীত শব্দ হলেও এগুলো বস্তুত লিঙ্গান্তরের সঙ্গে সম্পর্কযুক্ত।

আরও দেখুন:

Leave a Comment