Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

বাক্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

বাক্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা , বাংলায় সমার্থক শব্দের ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। সমার্থশব্দ সমঅর্থজ্ঞাপক হলেও বাক্যে খেয়ালখুশিমত সমাৰ্থক শব্দ ব্যবহার করা যাবে না। কেননা একটি বাক্যে একটি শব্দ যে অর্থদ্যোতনা দেয় ঠিক সেই স্থানে ওই শব্দটির সমার্থ শব্দ ব্যবহার না করলে, হয় বাক্যটি ভাবপ্রকাশের দিক থেকে দুর্বল হয়ে যাবে অথবা বাক্যের যথাযথ অর্থ বুঝতে সমস্যা দেখা দেবে।

বাক্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

যেমন : আজ রাত আটটার বাংলা সংবাদের পর মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। উল্লিখিত বাক্যটিতে ‘ভাষণ’-এর প্রতিশব্দ ‘বক্তৃতা’ হলেও ‘ভাষণ’ শব্দটি যে ভাব প্রকাশ করে ‘বক্তৃতা’ তা করে না। তাই ‘বক্তৃতা’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি দুর্বল হয়ে যায় এবং শ্রুতিকটু হয়। আরেকটি উদাহরণ লক্ষ করা যাক, শহরগুলোতে দ্রুত জনসংখ্যার সম্প্রসারণে যে সমস্যা দেখা দিয়েছে, তা রোধকল্পে সরকার দ্রুত নগর বৃদ্ধি করার কথা ভাবছেন।

 

 

এই বাক্যটিতে, সম্প্রসারণের সঠিক সমার্থশব্দ হওয়া উচিত বৃদ্ধিতে এবং বৃদ্ধির স্থলে সঠিক সমার্থশব্দ হওয়া উচিত সম্প্রসারণ। পরিবারে, সমাজজীবনে ব্যক্তির সামাজিক অবস্থান কিংবা কর্মক্ষেত্রে পদমর্যাদার কারণে কিংবা সামাজিক স্তরায়নের ক্ষেত্রে বাক্যে সমার্থশব্দ ব্যবহারের ভিন্নতা লক্ষ করা যায়।

 

 

যেমন : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে এক প্রীতিভোজে যোগ দিলে, এম. পি-গণ তাঁদের হোস্টেল কক্ষে আহারাদি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন এবং অন্যান্যকে হোটেলে গিয়ে খেতে বলেন । উল্লিখিত বাক্যটিতে প্রীতিভোজে, আহারাদি, খেতে পদ তিনটি একটি অপরটির সমার্থক শব্দ হলেও শ্রেণিবিশেষে পদ তিনটির ব্যবহারে ভিন্নতা রয়েছে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সুতরাং বাক্যে সমার্থক শব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে যে, সমার্থক শব্দের ব্যবহার যেন যথাযথ হয় এবং বাক্যটি যেন আড়ষ্ট বা দুর্বল হয়ে না পড়ে, যথাযথ শব্দের ব্যবহারে বাক্যটি যেন সাবলীল ও শ্রুতিমধুর হয়।

আরও দেখুন:

Exit mobile version