Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা , যখন আধুনিক যোগাযোগ পদ্ধতি ছিল না তখন নিমন্ত্রণ পত্রের ব্যবহার ছিলো বর্তমানের চেয়ে অনেক বেশি | তবে হাতে লেখা নিমন্ত্রণ পত্রের জায়গা আজকাল ইলেকট্রনিক মেইল ব্যবহৃত হচ্ছে । তবে পদ্ধতি সনাতন হোক বা আধুনিক , নিমন্ত্রণ পত্রের আবেদন এখনো তেমনি উৎসবমুখর এবং অনুভূতি প্রাঞ্জল । নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণপত্র যাই বলি না কেন এটা সামাজিকতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা । মানুষ যেহেতু সমাজবদ্ধ প্রাণী , তাই সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা উচিত |

 

 

সামাজিক সদ্ভাব ও সুসম্পর্ক রক্ষা করার জন্য কোন আয়োজিত অনুষ্ঠানে , অথবা ব্যাবসায়িক আলোচনার প্রয়োজনে কাঙ্খিত ব্যক্তির উপস্থিতির জন্য নান্দনিকভাবে অবহিত করার উদ্দেশ্যে লিখিত চিঠিকে নিমন্ত্রণ পত্রে বলা হয়ে থাকে | ধর্মীয়, সামাজিক ,রাজনৈতিক ,ব্যবসায়িক যে কোন অনুষ্ঠানে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে |

 

 

আমন্ত্রণ পত্রের ব্যবহার মূলত সামাজিক রীতি | বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় , রাজনৈতিক , ব্যবসায়িক সমাবেশে মানুষকে আমন্ত্রণ করতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে । যেমন বিয়ে , জন্মদিন , ইফতার মাহফিল , শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা , বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান , সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান , রাজনৈতিক দলের কর্মী সমাবেশ , বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যেমন ঈদ দুর্গাপূজা নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবদের আমন্ত্রণের উদ্দেশ্য নিমন্ত্রণ পত্র ব্যবহার করা হয় ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র

সুধী,

শুভ ‘নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ বৈশাখ, ১৪১৫ / ১৪ এপ্রিল, ২০০৮ শুক্রবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি।

…সরকারি কলেজ

সিলেট।

বিনীত

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক

সরকারি কলেজ,

সিলেট

আরও দেখুন:

Exit mobile version