Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

বড় বোনের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পত্র | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা

বড় বোনের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পত্র | নিমন্ত্রণ’ পত্র | ভাষা ও শিক্ষা ,নিমন্ত্রণপত্রে অংশটি হয় তথ্য বহুল । সারসংক্ষেপে, অনুষ্ঠানের ধরন , সময়সূচী , স্থান প্রভৃতি উল্লেখিত থাকে পত্রের এই অংশে । তাই এটাকে পত্রের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয় । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে , অনুষ্ঠানের বিষয় ও সময়ের পাশাপাশি উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দর্শক হিসেবে কারা উপস্থিত থাকবেন সংক্ষেপে এসব তথ্য ও উল্লেখ থাকে ।

 

 

বিয়ের নিমন্ত্রণ ‘পত্রের ক্ষেত্রে , বর ও কনের পরিচিতি , কোন সময় শিক্ষাগত যোগ্যতা , ঠিকানা প্রকৃতি উল্লেখ থাকে । নিমন্ত্রণ ‘পত্র লেখার সময় খেয়াল রাখতে হবে , পত্রের ভাষা যেন সহজ ও বোধগম্য হয় । প্রয়োজনীয় তথ্য যেন উল্লেখ থাকে । এছাড়াও এ ধরনের পত্রের ভাষায় বিনীত ভঙ্গি প্রকাশ পাওয়া জরুরি ।

 

 

নিমন্ত্রণ ‘পত্রের শুরুতেই , প্রাপকের উদ্দেশ্যে সৌজন্যে সূচক অথবা স্নেহ মুলক কিছু শব্দ ব্যবহার করা হয় । শব্দগুলো মূলত আন্তরিকতা প্রকাশে সহায়ক । কিছু সম্ভাষণ হিসেবে ব্যবহৃত শব্দের উদাহরণ : সুধী , মহোদয় , শ্রদ্ধেয় , প্রিয়তমেষু , জনাব , সুজন প্রভৃতি । বয়স ও সম্পর্ক ভেদে সম্ভাষণ মূলক শব্দ নির্বাচনে সচেতনতা অবলম্বন করা শ্রেয় ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বড় বোনের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পত্র

জনাব,

আগামী ২১ ডিসেম্বর ২০০০, শুক্রবার বাদ জুময়া আমার একমাত্র বোন সালমা আক্তারের বিবাহ কুমিল্লা জেলার আলেখার চর নিবাসী মোহাম্মদ হোসেনের পুত্র সালমান খান-এর সঙ্গে সুসম্পন্ন হবে। অনুষ্ঠানে আপনার / আপনাদের সদয় উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি।

বিয়ের অনুষ্ঠান ও প্রীতিভোজ

স্থান : সোহাগ কমিউনিটি সেন্টার

সময় : দুপুর ২:০০ টা

বরের আগমন : দুপুর ২-০১ মি.

আকদ : দুপুর ২-০৫ মি.

প্রীতিভোজ : : দুপুর ২-৩০ মি.

আরও দেখুন:

Exit mobile version