প্রার্থনা কবিতা – কায়কোবাদ ( বিশ্লেষণ সহ)

প্রার্থনা কবিতা – কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (২৫ শে ফেব্রুয়ারি, ১৮৫৭– ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। “মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি” তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।

 

প্রার্থনা কবিতা

 

প্রার্থনা কবিতা

না জানি ভকতি , নাহি জানি স্তুতি ,
কী দিয়া করিব , তােমার আরতি
আমি নিঃসম্বল ।
তােমার দুয়ারে আজি রিক্ত করে
দাড়ায়েছি প্রভাে , সঁপিতে তােমারে
শুধু আঁখি জল ,

বিভাে , দেহ হৃদে বলা
দারিদ্র্য পেষণে , বিপদের ক্রোড়ে ,
অথবা সম্পদে , সুখের সাগরে
ভুলি নি তােমারে এক পল ,

জীবনে মরণে , শয়নে স্বপনে
তুমি মাের পথের সম্বল ;

বিভাে , দেহ হৃদে বল ।
কত জাতি পাখি , নিকুঞ্জ বিতানে
সদা আত্মহারা তব গুণগানে ,
আনন্দে বিহ্বল ।

ভুলিতে তােমারে , প্রাণে অবসাদ ,
তরুলতা শিরে , তােমারি প্রসাদ

দেহ হৃদে কল !
বিভাে , দেহ হৃদে বল ।
তােমারি নিঃশ্বাস বসন্তের বায়ু ,
তব স্নেহ কণা জগতের আয়ু ,

তব নামে অশেষ মঙ্গল !
গভীর বিষাদে , বিপদের ক্রোড়ে ,
নিভে শােকানল !
দেহ হৃদে বল !

 

প্রার্থনা কবিতা বিশ্লেষণ ঃ

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

 

Leave a Comment