Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

প্রয়োজনই উদ্ভাবনের জনক | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

প্রয়োজনই উদ্ভাবনের জনক – ভাব-সম্প্রসারণের একটি নমুনা তৈরি করে দেয়া হল। আগ্রহীরা এখন থেকে ধারণা নিয়ে নিজের ভাষায় নিজস্ব ভাষণ তৈরি করবেন। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিষয়ের “ভাব-সম্প্রসারণ” বিভাগের পাঠ। হবে মূলভাবের অনুসারী, অপ্রাসঙ্গিক বক্তব্য সম্পূর্ণরূপে পরিহার্য। প্রারম্ভিক বাক্যটি হবে সুসংহত, ঘনপিনদ্ধ ও শ্রুতিমধুর এবং ক্রিয়াপদ বিরহিত। নির্ভুল উক্তি ও প্রবাদ প্রবচনের ব্যবহারে ভাব সম্প্রসারণ হয়ে ওঠে সৌন্দর্যময়।

প্রয়োজনই উদ্ভাবনের জনক

প্রয়োজন ছাড়া এ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হয় নি। প্রয়োজন থেকেই সবকিছুর উদ্ভাবন ঘটে। প্রয়োজন না থাকলে মানুষের ভাবনাও থাকে না; তখন বিনা প্রয়োজনে কোনো কিছু করার আগ্রহও থাকে না। তাই কোনো কিছু সৃষ্টির প্রারম্ভে যে বিষয়টি বিবেচ্য তা হচ্ছে প্রয়োজন।

 

 

অণু থেকে অট্টালিকা পর্যন্ত, বিশ্বসভ্যতার প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে প্রয়োজন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত;পৃথিবীর সব কাজে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা— যা কিছু দৃশ্যমান সবই প্রয়োজনের তাগিদে সৃষ্টি। পৃথিবীর সূচনা থেকেই মানুষ তার প্রয়োজন মেটানো বা অভাব পূরণের নিমিত্তেই বিচিত্র জিনিস উদ্ভাবন শুরু করেছে। তবে মানুষের এ উদ্ভাবন নাটকীয়ভাবে হয় নি। সৃষ্টির আদিলগ্নে মানুষ যখন অসহায় তখনই তার বোধ হয় ‘প্রয়োজন’-এর। উদ্ভাবন শুরু হয় নতুন নতুন জিনিসের।

আদিম গুহাবাসী মানুষ শিকারের প্রয়োজনে তীর ধনুক আবিষ্কার করে, কাঁচা মাংস পুড়িয়ে খাওয়ার জন্যে আগুন জ্বালাতে শেখে। এমনিভাবে প্রয়োজন ও আবিষ্কারের ধারাবাহিক স্তর পেরিয়ে মানুষ পদার্পণ করেছে আধুনিক সভ্যতায়। অন্ধকার থেকে আলোয় যাওয়ার প্রয়োজন উপলব্ধি করে মানুষ বিদ্যুৎ উদ্ভাবন করেছে। উদ্ভাবন করেছে শত সহস্ৰ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী। সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার প্রয়োজনে লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, রেলগাড়ি, বিমান ও রাস্তা-ঘাট নির্মাণ করেছে। শিক্ষার প্রয়োজন উপলব্ধি করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে।

 

 

চিকিৎসার জন্যে হাসপাতাল, ওষুধ ও বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, কম্পিউটার, মোবাইল ইত্যাদি; চিত্তবিনোদনের জন্যে সিনেমা, রেডিও, টেলিভিশন, অডিও-ভিডিও এবং চাষাবাদের জন্যে উন্নত ধরনের আধুনিক কৃষিসরঞ্জাম আবিষ্কার করা হয়েছে। সর্বোপরি বিশ্বের সর্বত্র যে বিশাল কর্মকাণ্ডে মানুষ নিয়োজিত রয়েছে তা কেবল প্রয়োজন সাধনেই নিবেদিত। প্রয়োজনের শেষ নেই, মানুষের উদ্ভাবনেরও শেষ নেই। এ প্রয়োজনের পথ ধরেই মানুষের উদ্ভাবনী প্রচেষ্টার বিকাশ সাধিত হচ্ছে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কাল থেকে কালান্তরে প্রয়োজনের তাগিদেই যুগ যুগ ধরে মানুষ এগিয়ে চলছে অসীমের সন্ধানে। এ যেন বাঁচার প্রয়োজনেই সব কিছু সৃষ্টি করা, মৃত্যুর প্রয়োজনেই বেঁচে থাকা ।মানুষের ‘প্রয়োজন’ সংখ্যায় অসীম। একটি প্রয়োজন মিটে গেলেই আরেকটি মাথাচাড়া দিয়ে ওঠে। তাই মানুষ নিত্য নতুন উদ্ভাবনের নেশায় চালিয়ে যাচ্ছে নিরলস প্রচেষ্টা।

আরও দেখুন:

Exit mobile version