অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা , অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর : অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে : ⇒ সূত্র : ক। কর্তার পর সাধারণত প্রশ্নবাচক অব্যয় ব্যবহার করতে হবে।

অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর

 

অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

সূত্র : খ। ক্রিয়াপদের পর ‘না’ অব্যয়ের প্রয়োগ করতে হবে। সূত্র : গ। বাক্য শেষে প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন : অস্তিবাচক : তাঁর সম্বন্ধে জানা দরকার। প্রশ্নাত্মক : তাঁর সম্বন্ধে জানা দরকার নয় কি? অস্তিবাচক : বাংলাদেশের রাজধানীর নাম কি তা জানতে চাই । প্রশ্নাত্মক : বাংলাদেশের রাজধানীর নাম জানতে পারি কি? অস্তিবাচক : পরে কী হল সে বিষয়ে জানতে চাই । প্রশ্নাত্মক : তারপর কী হল ? অস্তিবাচক : এরা অন্য জাতের মানুষ । প্রশ্নাত্মক : এরা কি অন্য জাতের মানুষ নয় ? অস্তিবাচক : পুরো দেশটাই এখন বন্যাকবলিত। প্রশ্নাত্মক : পুরো দেশটাই কি এখন বন্যাকবলিত নয়?

 

Capture 85 অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর

সূত্র : ক। নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি। সূত্র : খ। নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হাঁ-বাচক।

 

অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক অব্যয় যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক অব্যয় বর্জন করে ‘আর’ প্রভৃতি বাক্যালঙ্কার অব্যয়ের আগমন ঘটাতে হয়। ⇒ সূত্র : গ। রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো ‘কে’, ‘কি’, ‘কোথায়’ ইত্যাদি প্রশ্নাত্মক অব্যয় এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে হয়। যেমন : নির্দেশাত্মক : কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। প্রশ্নাত্মক : কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে ? নির্দেশাত্মক : : তারা যথার্থ সভ্য দাবি করতে পারে না । প্রশ্নাত্মক : তারা কি যথার্থ সভ্য দাবি করতে পারে? নির্দেশাত্মক : দেশপ্রেমিককে সবাই ভালবাসে। প্রশ্নাত্মক : দেশপ্রেমিককে কে না ভালবাসে?

 

Capture 86 অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

অস্তিবাচক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

আরও দেখুন:

Leave a Comment