Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

নাম মানুষকে বড় করে না | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

নাম মানুষকে বড় করে না – ভাব-সম্প্রসারণের একটি নমুনা তৈরি করে দেয়া হল। আগ্রহীরা এখন থেকে ধারণা নিয়ে নিজের ভাষায় নিজস্ব সংস্করণ তৈরি করবেন। বারংবার পাঠ করে উদ্ধৃত বাক্যের মর্মোদ্ধার করা প্রথম করণীয়।বাক্যের অলংকারের আড়ালে নিহিত সারসত্য গভীরভাবে অনুধাবন করতে হবে। সহজ, সরল ও বাহুল্যবর্জিত বাক্য ব্যবহারে বিশ্লেষণ করতে হবে। প্রয়োজনানুসারে প্রাসঙ্গিকভাবে দৃষ্টান্ত, তথ্য ও উদ্ধৃতি ব্যবহার করতে হবে।

নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে ।

নাম দ্বারা মানুষ খ্যাতি লাভ করতে পারে না, বরং মহৎ কার্যাবলির মাধ্যমেই মানুষ বিখ্যাত হয়েওঠে। মানুষের কীর্তিকলাপের মাধ্যমেই তার জীবনের গৌরব ঘোষিত হয়। তার সুনামের জন্যে তার নিজের জীবনের অবদানই বিচার্য। সীমাবদ্ধ জীবনের অবসান ঘটিয়ে মানুষকে এ পৃথিবী থেকে বিদায় নিতে হয়। পেছনে পড়ে থাকে তার কর্মময় জীবন। এ পৃথিবীতে যত সুন্দর নামই তার থাকুক না কেন, পৃথিবীতে সুন্দর নামের কোনো মূল্য নেই— মূল্য হয় তার সুন্দর কর্মের।

 

 

কৃতকর্মের জন্যেই কারো কারো নাম পায় মহিমা, উত্তর-পুরুষের কাছে হয় স্মরণীয়। মহৎকর্মের জন্যেই তারা এই পৃথিবীতে অমর হয়ে থাকে। এমন ব্যক্তিই মানবসমাজে ধন্য বলে বিবেচিত। গৌরবজনক কীর্তিতেই মানুষের পরিচয়। যার কোনো কীর্তি নেই তার কথা কেউ স্মরণ করে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তার নাম বিলীন হয়ে যায়।

 

 

পৃথিবীর জ্ঞানী ও গুণী ব্যক্তিগণ তাঁদের গৌরবজনক কীর্তির জন্য চিরস্মরণীয় হচ্ছে রয়েছেন। নামের জন্যে নয়, কর্মের জন্যই তাঁরা বিখ্যাত হয়েছেন। কোনো সদ্য জন্মগ্রহণকারী শিশুর নামের সঙ্গে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামের অংশ জুড়ে দেয়া হয়, তাহলে ওই শিশু যে একজন মহান ব্যক্তিত্বে পরিণত হবে ত নয়। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা চলে, নামের জন্যে মানুষ খ্যাতি লাভ করে না; বরং মহৎ কাজের জন্যেই মানুষের নাম বিখ্যাত হয়ে ওঠে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ‘ঠাকুর’ পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ওই পরিবারের সকলকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে তাঁর নাম। তাঁর আসনে অন্য কেউ বসতে পারে নি। তাঁর কৃতকর্মই তাঁকে মানুষে হৃদয়-কোঠায় স্থান করে দিয়েছে। আবার জাতীয় কবি নজরুল ইসলাম সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও কর্মের মাধ্যমে চির জাগরূক হয়ে আছেন আমাদের হৃদয়ের মণিকোঠায়।মানব জীবনে নামের কোনো ভূমিকা নেই। মানুষ তার কর্মের দ্বারা নামকে বড় করে তোলে। মহৎ-কর্মের মাধ্যমে মানুষ যখন অপর মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে তখন তার জীবন হয় সার্থক।

আরও দেখুন:

Exit mobile version