Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা ,  চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্যধারক বার্তা। চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে; বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ট করে, পেশাদারি সম্পর্কের উন্নয়ন করে এবং আত্মপ্রকাশের সুযোগ দেয়।

 

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে পত্র

সাথিয়া; পাবনা

২০ এপ্রিল, ২০০০

প্রিয় ‘ক’,

আজ পয়লা বৈশাখ— বাংলা নববর্ষ। নতুন বছরের শুরুতেই তোমাকে জানাই শিশির শুভ্র শুভেচ্ছা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা।

 

 

*নতুন বছরের এই দিনে অতীতের সকল সুখ-দুঃখ ভুলতে গিয়ে তোমার কথা কোনোভাবেই ভুলতে পারলাম না। কিছুটা দুঃখ রয়েই গেল। গত বছর নববর্ষে আমরা দুজনে মিলে রমনা বটমূলে পান্তা খেয়েছি। তোমাকে নিয়ে সারা দিন কাটিয়েছি বৈশাখী মেলায়। আমাদের ছিল যুগল পথ চলা। অথচ তুমি হঠাৎ করেই বিদেশে পাড়ি জমালে। প্রবাসের রঙিন জীবনে আজ তুমি কেমন আছ? দীর্ঘদিন তোমার কোনো সংবাদ জানি না। গত পরশু আমাদের কলেজে বাংলা নববর্ষ উদযাপিত হল। সেদিন তোমার কথা খুব বেশি করে মনে হয়েছে। আমার বিশ্বাস দিনটিতে তুমিও হয়তো আমাকে ভেবেছ।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সে যাক, নববর্ষ উপলক্ষে আমাদের কলেজে ব্যাপক আয়োজন করা হয়েছিল। কলেজ ছাত্রসংসদ এ আয়োজনের ব্যবস্থা করে। অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করে। আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন স্টল দিয়েছিল। প্রতিবারের মতো এবারও ইলিশ ভাজা ও পান্তা ভাত খেয়ে দিনের সূচনা করি। সবমিলিয়ে খুবই মজা হয়েছে। বিদেশে তোমার দিনগুলো কেমন কাটছে তা জানাবে। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি ‘ট্রাডিশন’, একটি ঐতিহ্য। তাই বিদেশিরা কীভাবে নববর্ষ পালন করে তা জানাবে।

তোমাকে আবারও প্রাণঢালা অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। বাসার সবার প্রতি শ্রেণিভেদে সালাম ও স্নেহ রইল।

ইতি

গুণমুগ্ধ

আরও দেখুন:

Exit mobile version