ধাতুর রূপ – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি” বিষয়ের একটি পাঠ। কর, করিতেছ, করছ, করিয়াছ, করেছ— শব্দগুলোর শেষ ধ্বনির উচ্চারণ অ-কারান্ত। বি. দ্রষ্টব্য : তিনটি কালের বারোটি ক্রমিক রূপের জন্য আমরা ধাতুরূপ সাধনে এরপর কালের পরিবর্তে ১ থেকে ১২ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো ব্যবহার করব।
Table of Contents
ধাতুর রূপ | ক্রিয়া বিভক্তি ও ধাতু বিভক্তি | ভাষা ও শিক্ষা
‘কর্’ ধাতুর রূপ (সর্, গড়ু, চল্ প্রভৃতি কর্-আদিগণ
১। সা. ব. – সাধারণ বর্তমান। ২। ঘ. ব. = ঘটমান বর্তমান। ৩। পু. ব. = পুরাঘটিত বর্তমান। ৪। ব. অ. = বর্তমান অনুজ্ঞা ৫৷ সা. অ. = সাধারণ অতীত। ৬। নি. অ. = নিত্যবৃত্ত অতীত। ৭। ঘ. অ = ঘটমান অতীত। ৮। পু. অ. = পুরাঘটিত অতীত। ৯। সা. ভ. – সাধারণ ভবিষ্যৎ। ১০। ঘ. ভ. = ঘটমান ভবিষ্যৎ। ১১। পু. ভ. = পুরাঘটিত ভবিষ্যৎ। ১২। ভ. অ. – ভবিষ্যৎ অনুজ্ঞা।
যা-ধাতুর’ রূপ (আদিবর্ণ আকার যুক্ত— খা, যা, পা, ধা প্রভৃতি খা—আদিগণ)
দ্রষ্টব্য : গিয়াছ, গেল, গিয়াছিল, যাইব, যাচ্ছ, গিয়েছ, গেছ, যেত, যাচ্ছিল, গিয়েছিল, যাব শব্দগুলোর উচ্চারণ অ-কারান্ত।
লিখ্-ধাতুর’ রূপ (আদিবর্ণ ই-কার যুক্ত– কিন্, ঘির্, জিত্, ফির্, ভিডু, চিন্ প্রভৃতি লিখ্-আদিগণ )
দ্রষ্টব্য : লিখ, লেখ, লিখিয়াছ, লিখেছ, লিখছ, লিখিত, লিখল, লিখিতেছিল, লিখছিল, লিখিত, লিখত—উচ্চারণ অ-কারান্ত। শব্দগুলোর
দে (দি) ধাতুর’ রূপ (আদ্যবর্ণ ই-কার যুক্ত—‘নি’ ইত্যাদি দি-আদিগণ)
উঠ ধাতুর ‘রূপ (আদ্যবর্ণ উ-কার যুক্ত-উডু, শূন্, পুট্, খুঁজ, খুল্, ডুব, তুল্ ইত্যাদি উঠ-আদিগণ)
দ্রষ্টব্য : উঠ, ওঠ, উঠছ, উঠিল, উঠিতেছিল, উঠছিল, উঠিয়াছিল-শব্দগুলো উচ্চারণে অ-কারান্ত
শু—ধাতু (আদ্যবর্ণ উ-কার যুক্ত-চু, নু, ছুঁ ইত্যাদি শু–আদিগণ)

আরও দেখুন: