Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

দেশে বিজ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

দেশে বিজ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা ,  প্রাচীনকাল থেকেই মানুষ চিঠি আদানপ্রদান করেছে, ইলিয়াডে তার উল্লেখ ছিল।[২] হিরোডোটাস এবং থুসিডাইডিসের রচনাবলীতেও তা উল্লেখ করা হয়েছে।

দেশে বিজ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে বন্ধুকে চিঠি

কচুয়া; চাঁদপুর ১২ জুলাই,২০০০

প্ৰিয় ‘ক’,

সুখের অন্বেষণে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাও বলে যে অভিমত জানিয়ে আমার কাছে চিঠি লিখেছ, তাতে আমি তোমাকে কী বোকা বলব, না ভীতু বলব, ভেবে পাচ্ছি না। তাহলে কি এটা বলব যে- ‘স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন।’

 

 

-না বন্ধু আমি তোমাকে এমন অপবাদ দিতে চাই না। কথাগুলো একটু বাড়িয়ে বললাম এ জন্যে যে, তোমার মতো একজন মেধাবী ছাত্র এদেশের জন্যে যতটা প্রয়োজন বিদেশের জন্যে ততটা নয়। তুমি চিঠিতে লিখেছ কম্পিউটার সায়েন্স পড়ার জন্যে তুমি বিদেশে চলে যাবে, এদেশে বিজ্ঞানচর্চার কোনো ক্ষেত্র নেই, বিজ্ঞানচর্চায় এ-দেশ অনেক পিছিয়ে আছে, তুমি যথার্থ মূল্যায়ন পাবে না ইত্যাদি।

তোমার এসব কথাই আমাকে বেশি আহত করেছে, কেননা তুমি যখন এত সবই বুঝতে পারলে, তখন এটা কেন বুঝলে না যে, উন্নতবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এবং আমাদের দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে ও সব মানুষকে কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করতে হলে এদেশে বিজ্ঞানচর্চার গুরুত্ব অনিবার্য এবং এর কোনো বিকল্প নেই। আর সে ভার, তোমার আমার, সকলের। বিজ্ঞানচর্চার মাধ্যমে এদেশেই তুমি সোনা ফলাতে পারবে।

 

 

এ-কথা আজ সূর্যের মতো সত্য যে বিজ্ঞানচর্চায় আমাদের দেশ বেশ পিছিয়ে আছে, অথচ অণু থেকে অট্টালিকা, মহাসাগর থেকে মহাকাশপর্যন্ত সর্বত্রই বিজ্ঞানের জয়জয়কার। আমাদের দেশে প্রধানত তিনটি কারণে বিজ্ঞানচর্চার গুরুত্ব খুব বেশি প্রথমত, আমাদের দেশটি হল উন্নয়নশীল দেশ, ফলে শিল্প, কল-কারখানা, ব্যবসায়-বাণিজ্য দ্রুত এগিয়ে যাচ্ছে এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যে এসব কর্মকাণ্ডকে আরো দ্রুত এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রয়োজন উন্নত প্রযুক্তির। তা একমাত্র বিজ্ঞানচর্চার মাধ্যমেই সম্ভব। দ্বিতীয়ত, আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক, এর পেছনে অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অভাব রয়েছে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

তৃতীয়ত, আমাদের দেশটি কৃষিপ্রধান দেশ। এদেশে উন্নত প্রযুক্তির চাষাবাদ, উন্নত বা অধিক ফলনশীল বীজ, সর্বোপরি বিজ্ঞানভিত্তিক চাষাবাদের মাধ্যমে এ-দেশে কৃষিবিপ্লব ঘটানো সম্ভব। উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারলে এ-দেশ থেকে চিরতরে দরিদ্রতা বিমোচন করা সম্ভব। আজ আর নয়, আমার কোনো কথায় তুমি কষ্ট পেলে অবশ্যই বন্ধু হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবে বলে আশা করি। আসলে তোমাকে কোনো কথা বলে মনে দুঃখ দেয়া আমার উদ্দেশ্য নয়, বরং আমাদের দেশে বিজ্ঞানচর্চার গুরুত্ব কতখানি তা উপলব্ধির জন্যেই ভূমিকা টানতে হল। আশা করব তুমি আমার সঙ্গে একমত হবে। আজ আর নয়, বিদায়।

ইতি

প্রীতিমুগ্ধ

আরও দেখুন:

Exit mobile version