Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

ছোট ভাইকে বিজ্ঞান পড়ার উৎসাহ দিয়ে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

ছোট ভাইকে বিজ্ঞান পড়ার উৎসাহ দিয়ে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , চিঠি বাপত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্যধারক বার্তা। চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে; বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ট করে, পেশাদারি সম্পর্কের উন্নয়ন করে এবং আত্মপ্রকাশের সুযোগ দেয়। স্বাক্ষরতা টিকিয়ে রাখতেও একসময় চিঠির অবদান ছিল।

ছোট ভাইকে বিজ্ঞান পড়ার উৎসাহ দিয়ে চিঠি

কলেজ ছাত্রাবাস, খুলনা- ১৫ এপ্রিল, ২০০০

স্নেহের ‘ক’

আমার আদর ও স্নেহ নিও। গতদিন তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। তার চেয়েও বেশি খুশি হয়েছি তুমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছ জেনে। ভবিষ্যতেও তুমি এ-রকম কৃতিত্ব দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

 

 

তুমি কোন বিভাগ নিয়ে পড়বে- বিজ্ঞান না ব্যবসায় শিক্ষা সে সম্পর্কে আমার পরামর্শ চেয়েছ। আসল কথা কী জান— যে সাবজেকট পড়তে তুমি স্বাচ্ছন্দ্যবোধ কর, সেটা পড়াই উত্তম। তারপরও আমি আমার অভিমত জানালাম। আমরা এখন একুশ শতকের মানুষ, বিজ্ঞানের এক বিস্ময়কর অগ্রগতি নিয়ে এই শতকে পদার্পণ করেছি। তুমি তো জান আমি ব্যবসায় শিক্ষা বিভাগে লেখাপড়া করেছি, সুতরাং তুমি অবশ্যই বিজ্ঞান নিয়ে লেখাপড়া কর এটা আমার একান্ত ইচ্ছা। আর এ-ইচ্ছার পেছনে আরেকটা বৃহৎ কারণও রয়েছে, সেটি হল তোমাকে আমি উচ্চশিক্ষার্থে কম্পিউটার সায়েন্সে পড়াব বলে আশা রাখি। বর্তমান যুগকে কম্পিউটার-বিজ্ঞানের যুগ বলা হয়।

 

 

স্কুল-মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত, ব্যাংক-বিমা, ব্যবসায়-বাণিজ্য, হাসপাতাল-ক্লিনিক, আনন্দ-বিনোদন সর্বত্রই এখন কম্পিউটারের ছড়াছড়ি। এমন দিন খুব বেশি দূরে নয় যে, কম্পিউটার ছাড়া আমাদের একটি মুহূর্তও চলবে না। আজকাল উন্নত বিশ্বের দিকে তাকালে সহজেই কম্পিউটারের প্রয়োজন উপলব্ধি করা যায়। সবশেষে আমি যে কথাটি বলতে চাই তা হলো, বিজ্ঞানে যদি তোমার আগ্রহ থাকে এবং পড়াশোনার জন্যে যদি নিষ্ঠা ও একাগ্রতার পরিচয় দিতে পারো, পরিশ্রম করতে পারো তবে বিজ্ঞান পড়াই ভালো।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিজ্ঞান পড়ার সবচেয়ে উপকারী দিকটি হল বিজ্ঞান মানুষের মনকে কুসংস্কারমুক্ত করে, বুদ্ধিকে শাণিত করে, মানুষকে করে তোলে অনুসন্ধিৎসু, যুক্তিবাদী ও বস্তুমনস্ক। ফলে মানুষের জীবনবোধ হয়ে ওঠে আধুনিক। এসব বিবেচনায়, আমার ইচ্ছা তুমি বিজ্ঞান বিভাগ নিয়েই লেখাপড়া করবে।

তবু বলছি, আমি আমার পরামর্শ দিলাম। সিদ্ধান্ত নেবে তুমি। এ ব্যাপারে কী মনস্থির করেছ আমাকে জানাবে। আব্বু-আম্মুরও পরামর্শ নিও। ভালো থেকো। আজ বিদায়।

ইতি

তোমার বড় ভাই

আরও দেখুন:

Exit mobile version