একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী [ Prophet Muhammad( S) ] অথবা, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ব্যক্তি হযরত মুহম্মদ (স.) বা একজন – নিয়ে একটি প্রতিবেদন রচনার নমুনা দেয়া হল।
![একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী প্রতিবেদন রচনা | Prophet Muhammad( S) 1 একজন মহৎ মানুষের জীবনী, Muhammad Rasulullah Sw [ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা: ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/02/Muhammad-Rasulullah-Sw-মুহাম্মাদুর-রাসুলুল্লাহ-সা-1-150x150.jpg)
Table of Contents
একজন মহৎ মানুষের জীবনী রচনার ভূমিকা :
মানুষকে হেদায়াতের জন্যে মহান আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। পৃথিবীর সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানব সন্তান হযরত মুহম্মদ (স) আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও শান্তির বার্তাবাহক এক মহান পুরুষ।
মূল বক্তব্য:
জন্ম ও পরিচয়:
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল রোজ সোমবার আরবের পবিত্র মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে হযরত মুহম্মদ (স) জনুগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম বিবি আমেনা।
![একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী প্রতিবেদন রচনা | Prophet Muhammad( S) 3 Muhammad Rasulullah Sw [ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা: ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/02/Muhammad-Rasulullah-Sw-মুহাম্মাদুর-রাসুলুল্লাহ-সা-4-298x300.jpg)
বাল্যকাল:
আমাদের প্রিয় নবী মাতৃগর্ভে থাকাকালীন তাঁর পিতার মৃত্যু হয়। জন্যের পাঁচ বছর পর তাঁর মাতা মৃত্যু বরণ করেন। এরপর পিতামহ আবদুল মুত্তালিক এবং পিতৃবা আবু তালেব তাঁকে লালন পালন করেন। বাল্যকাল তাঁর দুঃখ-কষ্টে কাটে। শৈশবেই তিনি পিতৃমাতৃহীন হওয়ায় লেখাপড়ার সুযোগ পাননি। শৈশব হতেই তিনি খুব মেধাবী, চিন্তাশীল ও তীষ্ম বুদ্ধিসম্পন্ন ছিলেন। তিনি মক্কার মেষপালন ময়দানে চাচা আবু তালেবের মেষ চড়াতেন। তিনি নির্জনে বসে চিন্তা করতে ভালবাসতেন। সততা, অপরিসীম কর্তব্য বোধ, কোমল স্বভাব, অসীম সাধুতা প্রভৃতি গুণাবলির জন্য আরববাসীরা তাঁকে “আল-আমীন” ডাকত।

বিবাহ:
আমাদের প্রিয় নবীর বয়স যখন ১৫ বছর তখন তিনি বিবি খাদিজা নামক এক ধনাঢ্য মহিলার ব্যবসার তার গ্রহণ করেন। ব্যবসায় উত্তরোত্তর উন্নতি এবং সততার পরিচয় পেয়ে বিবি খাদিজা প্রিয় নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি এ প্রস্তাব আনন্দচিত্তে গ্রহণ করেন এবং ২৫ বছর বয়সে বিবি খাদিজাকে বিবাহ করেন।
![একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী প্রতিবেদন রচনা | Prophet Muhammad( S) 5 Muhammad Rasulullah Sw [ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা: ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/02/Muhammad-Rasulullah-Sw-মুহাম্মাদুর-রাসুলুল্লাহ-সা-6-300x300.jpg)
নবুয়ত লাভ:
বিবাহের পর হেরা পর্বতের গুহায় তিনি ধ্যান করতে লাগলেন। চল্লিশ বছর বয়সে একদিন যখন হেয়া পর্বতের গুহায় গভীর চিন্তায় মগ্ন ছিলেন, তখন আল্লাহর আদেশে ফেরেশতা জীবরাঈল (আ) তাঁকে নবুয়তের খোঁজখবর নিয়ে ওহী দান করেন।।
![একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী প্রতিবেদন রচনা | Prophet Muhammad( S) 6 Muhammad Rasulullah Sw [ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা: ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/02/Muhammad-Rasulullah-Sw-মুহাম্মাদুর-রাসুলুল্লাহ-সা-7-150x150.jpg)
ইসলাম প্রচার :
আরবের লোকেরা তখন পুতুল পূজা করত। সকল প্রকার খারাপ কাজ করত। নরহত্যা, মদ্যপান, অপহরণ ছিল প্রাত্যহিক ঘটনা। তিনি এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি প্রচার করতে লাগলেন আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই। তিনি এক এবং অদ্বিতীয়। হযরত মুহম্মদ (স) তাঁর প্রেরিত রাসুল এবং প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের ভাই। তাঁর এ নতুন জীবন দর্শনের নাম হল ইসলাম বা শান্তি এবং অনুসারীদের নাম হল মুসলমান। প্রথমত বিবি খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করেন। অতপর তিনি আরববাসীদের নিকট ইসলাম প্রচার শুরু করতে লাগলেন। তিনি ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদীনায় হিযরত করেন। মদীনাবাসীরা তাঁকে সাদরে বরণ করে নিল। মদীনাবাসীরা ইসলামের মূলমন্ত্রে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
![একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী প্রতিবেদন রচনা | Prophet Muhammad( S) 7 Muhammad Rasulullah Sw [ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা: ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/02/Muhammad-Rasulullah-Sw-মুহাম্মাদুর-রাসুলুল্লাহ-সা-3-150x150.jpg)
ইন্তেকাল:
বিশ্বনবী হযরত মুহম্মদ (স) ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
উপসংহার :
হযরত মুহম্মদ (স) নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি রাহমাতাল্লিল আলামীন। তাঁর প্রত্যেক কথা ও কার্যকলাপ মুসলিম জীবনের পাথেয়। তিনি মানুষকে নিয়ে গেলেন পবিত্র বাণী, মহান আদর্শ ও সত্যের পথ পরিচয়।
![একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স), হযরত মুহাম্মদ সাঃ জীবনী প্রতিবেদন রচনা | Prophet Muhammad( S) 8 একজন মহৎ মানুষের জীবনী/ হযরত মুহম্মদ (স) রচনা [ প্রতিবেদন রচনা ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/02/Bangla-GOLN-02-300x157.jpg)
আরও পড়ুন: