তৎসম ও বাংলা উপসর্গের মধ্যে পার্থক্য নিয়ে আজকের আলাপ।বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের আগে বসে এবং তৎসম উপসর্গ সাধারণত তৎসম ধাতু বা শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি- এ চারটি উপসর্গ তৎসম উপসর্গেও পাওয়া যায়।
Table of Contents
তৎসম ও বাংলা উপসর্গের মধ্যে পার্থক্য
উপসর্গ যোগে গঠিত পরিভাষা
উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ
ভাষা ও শিক্ষা
বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা হয়, আর সে শব্দ বা ধাতুটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। যেমন— আগাছা, সুনজর, বিনামা, নিলাজ এগুলো বাংলা শব্দ। অতএব এই আ, সু, বি, নি-উপসর্গগুলোও বাংলা। আবার আকণ্ঠ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। ফলে এই আ, সু, বি, নি উপসর্গগুলো তৎসম উপসর্গ।
বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের এই যুগে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, ব্যবসায়-বাণিজ্যসহ নানা সূত্র ধরে প্রতিনিয়ত নতুন নতুন শব্দ ভাষায় প্রবেশ করছে। ফলে এসব শব্দের যথাযোগ্য পরিভাষা তৈরি করাও জরুরি হয়ে পড়ে। উপসর্গ যেহেতু নতুন শব্দ গঠনের একটি উপায়, তাই বাংলা পরিভাষা তৈরিতে উপসর্গ বেশ সহায়ক। উপসর্গযোগে গঠিত এইরকম কিছু পরিভাষার উদাহরণ নিচে প্রদত্ত হল:
উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ
বাংলা উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ
“আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।’ অঘারাম বাস করে অজ পাড়াগায়ে। ভিক্ষার চাল কাড়া আর আকাড়া। আকাঠার নায়ে দিলাম কাঁঠালের গলুই। ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ‘ ইতিহাস কথা কয়। উনাভাতে দুনা বল। নিনাইয়ার শতেক নাও। ভরদুপুরে কোথায় যাও? এতদিন কোথায় নিখোঁজ হয়েছিলে?
তৎসম উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ
কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে। ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন। সমাগত সুধিজনকে সাদর অভিনন্দন জানানো হল। তাঁর পুত্রদের সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান নেই বলে তাঁর দুঃখের সীমা-পরিসীমা নেই। দুর্ভাগ্যবশত ঢাকার অধিবাসীরা আজ দুর্ভিক্ষ পীড়িত, অথচ তারাই ছিল সমৃদ্ধিশালী।
বিদেশি উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ
হিসাবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে। বহাল তবিয়তে দস্তখত করে ফি রোজ হেড অফিসে আসা- যাওয়া কর। হররোজ স্কুল কামাই করা তার অভ্যাসে পরিণত হয়েছে। বাজে কথায় কান দিও না। এমন বেশরম মেয়ে জীবনে দেখি নি। কারখানায় উৎপাদন বাড়াতে হবে।
তৎসম শব্দ [ Totsomo shobdo ] বাংলা ব্যাকরণ
আরও দেখুন: