আকাশ প্রবন্ধ বিশ্লেষণ

আকাশ প্রবন্ধ বিশ্লেষণ – আলোচ্য বিষয়, ষষ্ঠ শ্রেণী (Class Six), বাংলা ১ম পত্রের (Bangla 1st Paper), আবদুল্লাহ আল মুতী (Abdullah-Al-Muti) রচিত প্রবন্ধ “আকাশ (Akash)”। আকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকায় প্রবন্ধটি নাম ‘আকাশ’ রাখা হয়। সার্থক নামকরণ সাহিত্য শিল্পের অন্যতম প্রধান গুণ। নামকরণের মাধ্যমে শিল্পীমনের মননশীলতায় পরিচয় পাওয়া যায়।

একটি সুন্দর ও সার্থক শিরোনামের মাধ্যমে সমগ্র রচনায় ধরন ও বক্তব্য আভাসিত হয়। ‘আকাশ’ প্রবন্ধের নামকরণ করা হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে। এ প্রবন্ধে আকাশের বিভিন্ন পরীক্ষা, নিরীক্ষা ও গবেষণায় দিক বর্ণনা করা হয়েছে। তাই প্রবন্ধটির নাম ‘আকাশ’ রাখা হয়েছে।

 

আকাশ প্রবন্ধ

আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন (জানুয়ারি ১,১৯৩০ – নভেম্বর ৩০, ১৯৯৮) বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা। তবে তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনিই একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন।

‘আকাশ’ প্রবন্ধ থেকে কয়েকটি বহুনির্বাচনী প্রশ্নোত্তর :

১. আকাশ প্রবন্ধটি কার লেখা?

ক. হুমায়ূন আহমেদ

খ. হুমায়ূন আজাদ

গ. আব্দুল্লাহ আল মুতী

ঘ. মুহাম্মদ আব্দুল হাই

উত্তর: গ. আব্দুল্লাহ আল মুতী।

 

২. আব্দুল্লাহ আল মুতী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৩ সালে

খ. ১৯১১ সালে

গ. ১৯১৭ সালে

ঘ. ১৯৩০ সালে

উত্তর: ঘ. ১৯৩০ সালে।

 

৩. আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?

ক. আকাশ সম্বন্ধে জানা

খ. প্রকৃতি সম্পর্কে জানা

গ. বিজ্ঞান চেতনার সৃষ্টি

ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি

উত্তর: গ. বিজ্ঞান চেতনার সৃষ্টি।

 

আকাশ প্রবন্ধ

 

৪. রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?

ক. নীল

খ. সাদা

গ. কালো

ঘ. লাল

উত্তর: গ. কালো।

 

৫. সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন?

ক. দিনের বেলায়

খ. দুপুরবেলায়

গ. বিকেলবেলায়

ঘ. গোধূলি লগ্নে

সঠিক উত্তর: ক. দিনের বেলায়।

 

৬. কখন রঙের বন্যা নামে?

ক. ভোরে বা সকালে

খ. সকালে বা দুপুর

গ. দুপুরে বা বিকেলে

ঘ. ভোরে বা সন্ধ্যায়

সঠিক উত্তর: ঘ. ভোরে বা সন্ধ্যায়।

 

৭. আগেরকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?

ক. নিরক্ষরতার কারণে

খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়

গ. মানুখের কাছ থেকে শুনে

ঘ. আকাশের নিচে বসবাস করছে বলে

সঠিক উত্তর: খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়।

 

৮. আকাশে আসলে কিসের ঢাকনা?

ক. পৃথিবীর

খ. মাটির

গ. পানির

ঘ. বায়ুমণ্ডলের

সঠিক উত্তর: ঘ. বায়ুমণ্ডলের।

 

৯. বায়ুমণ্ডলের কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?

ক. ১০টি

খ. ১৫টি

গ. ২০টি

ঘ. ২৫টি

সঠিক উত্তর: গ. ২০টি।

 

১০. নাইট্রোজেন কী?

ক. বর্ণহীন মেঘ

খ. নীল রঙের মেঘ

গ. বাতাসের প্রধান উপাদান

ঘ. আকাশে নীল চাঁদোয়া

সঠিক উত্তর: গ. বাতাসের প্রধান উপাদান।

 

১১. বিজ্ঞানীরা শূন্যে কী পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন?

ক. উড়োজাহাজ

খ. হেলিকাপ্টার

গ. যুদ্ধবিমান

ঘ. মহাকাশযান

সঠিক উত্তর: ঘ. মহাকাশযান।

 

আকাশ প্রবন্ধ [Akash Prabandha] বিশ্লেষণঃ

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

Leave a Comment