আজকের আলোচনার বিষয়ঃ NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি বাংলা ব্যকরণ ও নির্মিতি
NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি সাহিত্য কনিকা
Table of Contents
NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি সাহিত্য কনিকা
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষায় যোগ্য করে তোলা মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীকে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত পটভূমির প্রেক্ষিতে দক্ষ ও যোগ্য নাগরিক করে তোলাও মাধ্যমিক শিক্ষার অন্যতম বিবেচ্য বিষয় ।
জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত হয়েছে মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকগুলোর বিষয় নির্বাচন ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীর নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্যচেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প-সাহিত্য-সংস্কৃতিবোধ, দেশপ্রেমবোধ, প্রকৃতি-চেতনা এবং ধর্ম-বর্ণ-গোত্র ও নারী-পুরুষ নির্বিশেষে সবার প্রতি সমমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয় ঘোষণা করে ২০০৯ সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তাঁরই নির্দেশনা মোতাবেক ২০১০ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। তারই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০৪১ সামনে রেখে পাঠ্যপুস্তকটি সময়োপযোগী করে পরিমার্জন করা হয়েছে।
শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা অর্জনের পাশাপাশি বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তি ও সৌন্দর্য সম্পর্কে শিক্ষার্থীকে আগ্রহী করে তোলা সাহিত্য কণিকা শীর্ষক পাঠ্যপুস্তকটির অন্যতম উদ্দেশ্য। এছাড়া গল্প, কবিতা ও প্রবন্ধ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জীবন ও জগতের বিচিত্র বিষয়ে কৌতূহলী হবে, পাঠাভ্যাসে আগ্রহ দেখাবে, পঠিত বিষয়ের মর্ম অনুধাবন এবং চিন্তনদক্ষতা ও রসসংগ্রহণের যোগ্যতা অর্জন করবে বলে আমাদের বিশ্বাস। উল্লেখ্য যে, ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকটি সংশোধন ও পরিমার্জন করা হয়েছে ।
বানানের ক্ষেত্রে অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানরীতি। পাঠ্যপুস্তকটি রচনা, সম্পাদনা, চিত্রাঙ্কন, নমুনা প্রশ্নাদি প্রণয়ন ও প্রকাশনার কাজে যাঁরা আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়েছেন তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
৮ম শ্রেণি সাহিত্য কনিকার সূচিপত্র
গদ্য
গদ্য | লেখক |
১. অতিথির স্মৃতি | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
২. ভাব ও কাজ | কাজী নজরুল ইসলাম |
৩. পড়ে পাওয়া | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
8. তৈলচিত্রের ভূত | মানিক বন্দ্যোপাধ্যায় |
৫. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম | শেখ মুজিবুর রহমান |
৬. আমাদের লোকশিল্প | কামরুল হাসান |
৭. সুখী মানুষ | মমতাজউদদীন আহমদ |
৮. শিল্পকলার নানা দিক | মুস্তাফা মনোয়ার |
৯. মংডুর পথে | বিপ্রদাশ বড়ুয়া |
১০. বাংলা নববর্ষ | শামসুজ্জামান খান |
১১. বাংলা ভাষার জন্মকথা | হুমায়ুন আজাদ |
কবিতা
কবিতা | লেখক |
১. মানবধর্ম কবিতা | লালন শাহ্ |
২. বঙ্গভূমির প্রতি | মাইকেল মধুসুদন দত্ত |
৩. দুই বিঘা জমি | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪. পাছে লোকে কিছু বলে | কামিনী রায় |
৫. প্ৰাৰ্থনা কবিতা | কায়কোবাদ |
৬.বাবুরের মহত্ত্ব | কালিদাস রায় |
৭. নারী কবিতা | কাজী নজরুল ইসলাম |
৮. আবার আসিব ফিরে | জীবনানন্দ দাশ |
৯. রুপাই কবিতা | জসীমউদ্দীন |
১০. নদীর স্বপ্ন | বুদ্ধদেব বসু |
১১. জাগো তবে অরণ্য কন্যারা | সুফিয়া কামাল |
১২. প্রার্থী কবিতা | সুকান্ত ভট্টাচার্য |
১৩. একুশের গান | আবদুল গাফ্ফার চৌধুরী |
আরও দেখুনঃ