বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ [ এককথায় প্রকাশ] – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “নির্মিতি” বিষয়ের একটি পাঠ। বাক্য ভাষার একক হিসেবে কাজ করে। সুবিন্যস্ত অর্থসঙ্গতিপূর্ণ শব্দসমষ্টি, বিভক্তিযুক্ত হয়ে পদরূপে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। বাক্য গঠনের উপাদান হল পদ। পদ বা পদসমষ্টি বাক্য গঠন করে। একটি বাক্য গঠনের জন্যে পদের সংখ্যা কত হবে, তার কোনো রকম বিধিবিধান নেই। একটি হতে পারে, একের বেশি হতে পারে। যেমন—‘এসো’ (এক পদের বাক্য)। ‘সালমাদের বাড়িটা আগে পড়ে’ (একাধিক পদের বাক্য)।
বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ [ এককথায় প্রকাশ] | নির্মিতি | ভাষা ও শিক্ষা
এসব বিষয় ‘বাক্যে’র অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাক্য কেবল অর্থসম্মত ও ব্যাকরণের বিধিবিধান অনুসৃত শুদ্ধ গুণান্বিত হবে তা নয়, কোথাও সংক্ষিপ্ততার সুমিতিবোধের প্রকাশে, কোথাও বা বিস্তৃতির দীর্ঘ বাক্-বিন্যাসে শিল্প সৌন্দর্যের সুষমায় হবে সাহিত্যগুণের অধিকারী। সেজন্য বাক্যের গঠন-বৈশিষ্ট্য অধিগত হওয়ার পাশাপাশি বাক্য সংকোচন ও বাক্য-সম্প্রসারণের ক্ষমতা অর্জিত হওয়া প্রয়োজন
ভাষাবিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামোর, গবেষণাকে বোঝায়। এ অর্থে ব্যাকরণ হল কোন ভাষার রূপমূলতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচনা। কখনও কখনও আধুনিক ভাষাবিজ্ঞানে ব্যাকরণ পরিভাষাটি দিয়ে কোন ভাষার কাঠামোর সমস্ত নিয়মকানুনের বর্ণনাকে বোঝানো হয়, এবং এই ব্যাপকতর সংজ্ঞার ভেতরে ঐ ভাষার ধ্বনিতত্ত্ব ও প্রয়োগতত্ত্বের আলোচনাও চলে আসে।
উপরে দেওয়া ব্যাকরণের সংজ্ঞাগুলি মূলত উচ্চতর ভাষাবিজ্ঞানী মহলে প্রচলিত এবং এ ধরনের ব্যাকরণকে বর্ণনামূলক ব্যাকরণও বলা হয়। অন্যদিকে স্কুল কলেজে পাঠ্য ব্যাকরণগুলিতে ভাষার সম্পূর্ণ নিরপেক্ষ বৈজ্ঞানিক বর্ণনা থাকে না, বরং এগুলিতে সাধারণত মান ভাষার কাঠামোর কিছু বিবরণের পাশাপাশি আদর্শ বা মান ভাষাতে লেখার বিভিন্ন উপদেশমূলক নিয়ম বিধিবদ্ধ করে দেওয়া থাকে। এগুলিকে বলা হয় বিধানবাদী ব্যাকরণ।
![বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ [ এককথায় প্রকাশ] | নির্মিতি | ভাষা ও শিক্ষা 3 আমাদেরকে গুগল নিউজে ফলো করুন](https://banglagoln.com/wp-content/uploads/2023/01/google-news-300x225.jpg)
আরও দেখুন:
- কতকগুলো পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের নমুনা | সমোচ্চারিত শব্দে অর্থভেদ বোঝাতে প্রয়োজন | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- বিপরীতার্থক শব্দের নমুনা | প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | নির্মিতি | ভাষা ও শিক্ষা