ছন্দোবিশ্লেষণের নমুনা

ছন্দোবিশ্লেষণের নমুনা – বিষয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিষয়ের “ছন্দ ও অলঙ্কার” বিভাগের একটি পাঠ।

ছন্দোবিশ্লেষণের নমুনা

মাত্রাবৃত্ত ছন্দের নমুনা:

পাঁচটি পক্তির এই স্তবকে প্রথম ও চতুর্থ পঙ্ক্তিতে চারটি করে পর্ব এবং দ্বিতীয় ও পঞ্চম পঙ্ক্তিতে তিনটি করে পর্ব। তৃতীয় পক্তিতে দুই পর্ব। পর্বগুলো ছয় মাত্রার, তবে সব পক্তির শেষ পর্ব অপূর্ণ—প্রথম দুই পক্তির শেষ পর্ব দুই মাত্রার এবং শেষের তিন পঙ্ক্তির শেষ পর্ব তিন মাত্রার। অন্ত্যমিলে বৈচিত্র্য আছে। লয় বিলম্বিত ।

 

স্বরবৃত্ত ছন্দের নমুনা:

একটি স্তবক। চারটি পঙক্তি। চার মাত্রার পর্ব। প্রত্যেক পঙ্ক্তিতে চারটি করে পর্ব আছে। প্রথম তিনটি করে পর্ব চার মাত্রার। শেষ পর্ব অপূর্ণ ও ৩ মাত্রা। এক একটি পঙ্ক্তি এক একটি চরণ হিসেবেও বিবেচ্য। সমপার্বিক চরণ। প্রত্যেক পর্বের প্রথমে শ্বাসাঘাত পড়বে। লয় দ্রুত।

 

অক্ষরবৃত্ত শ্রেণির গদ্যছন্দের নমুনা:

একটি স্তবক। আটটি পক্তি। পক্তির পর্বসংখ্যা সমান নয়, পর্বে মাত্রা সংখ্যাও সমান নয়।

 

অক্ষরবৃত্তের পয়ার ছন্দের নমুনা:

একটি স্তবক। চারটি পক্তি। প্রত্যেক পঙ্ক্তিতে দুটি করে পর্ব-প্রথম পর্বসমূহ আট মাত্রার ও শেষ পর্বসমূহ ছয় মাত্রার। লয় ধীর।

 

মাত্রাবৃত্ত ছন্দের নমুনা:

একটি স্তবক, চারটি পক্তি। প্রত্যেক পংক্তিতে চারটি করে পর্ব-প্রথম তিনটি করে পর্ব ছয় মাত্রার এবং শেষ পর্বসমূহ দুই মাত্রার ও অপূর্ণ। লয় বিলম্বিত ।

 

মাত্রাবৃত্ত ছন্দের নমুনা:

একটি স্তবক, চারটি পঙ্ক্তি। প্রত্যেক পঙ্ক্তিতে চারটি করে পর্ব-প্রথম তিনটি করে পর্ব ছয় মাত্রার এবং শেষ পর্বসমূহ দুই মাত্রার ও অপূর্ণ। লয় বিলম্বিত ।

 

মাত্রাবৃত্ত ছন্দ। একটি স্তবক, চারটি পক্তি। প্রত্যেক পঙ্ক্তিতে চারটি করে পর্ব-প্রথম ও দ্বিতীয় পক্তির শেষ পর্বদ্বয় ব্যতিরেকে সকল পর্বই চরি মাত্রার; প্রথম ও দ্বিতীয় পক্তির শেষ পর্বদ্বয় তিন মাত্রার ও অপূর্ণ। লয় বিলম্বিত।

 

 

 

মাত্রাবৃত্ত ছন্দ। একটি স্তবক। চারটি পক্তি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পক্তির প্রত্যেকটিতে তিনটি করে পর্ব এবং চতুর্থ পঙ্ক্তিতে দুটি পর্ব। শেষ পর্বসমূহ তিন মাত্রার ও অপূর্ণ; অন্য সকল পর্বই ছয় মাত্রার। লয় বিলম্বিত।

 

স্বরবৃত্ত ছন্দের নমুনা:

একটি স্তবক। পাঁচটি পক্তি। প্রত্যেক পঙ্ক্তিতে চারটি করে পর্ব- শেষ পর্বসমূহ ব্যতিরেকে সকল পর্বই চার মাত্রার; শেষ পর্বসমূহ এক মাত্রার ও অপূর্ণ। প্রতি পঙ্ক্তির শেষ শব্দটিতে মধ্যখণ্ডন ঘটেছে। তৃতীয় পক্তির ‘কাতলা’ শব্দটি তিন মাত্রার উচ্চারণ করতে হবে; নতুবা ছন্দঃপতন হবে। লয় দ্রুত।

 

মাত্রাবৃত্ত ছন্দ। একটি স্তবক। চারটি পক্তি। প্রত্যেক পঙ্ক্তিতে চারটি করে পর্ব। কেবল তৃতীয় ও চতুর্থ পঙ্ক্তির শেষ পর্বদ্বয় তিন মাত্রার ও অপূর্ণ; স্তবকটির অবশিষ্ট সকল পর্বই চার মাত্রার। লয় বিলম্বিত।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

Leave a Comment