স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা ,চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্যধারক বার্তা। চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে; বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ট করে, পেশাদারি সম্পর্কের উন্নয়ন করে এবং আত্মপ্রকাশের সুযোগ দেয়।

 

স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র

 

স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র

তেঁতুলিয়া, পঞ্চগড় ১৫ মার্চ, ২০০০

স্নেহের ‘ক’,

আমার অনেক অনেক স্নেহ নিও। আশা করি ভালো আছ। সম্প্রতি মোবাইল ফোন কেনার পর চিঠি লেখা একেবারে বন্ধই করে দিয়েছ। এটা কিন্তু ঠিক নয়। চিঠি লেখার মাধ্যমে তোমার ভাষার একটা স্বকীয়তা বা স্টাইল গড়ে ওঠে, যা তোমার শিক্ষাজীবনে কাজে লাগবে। টিফিনের টাকা ধীরে ধীরে সঞ্চয় করে মোবাইল কিনেছো শুনে খুশি হলাম কিন্তু এ বয়সে মোবাইল ফোনটি তোমার জন্যে কতটা প্রয়োজনীয় তা কি ভেবে দেখেছো? কিনেই যখন ফেলেছো তো এর চা যথার্থ ব্যবহারে সতর্ক ও সচেতন হতে হবে। যোগাযোগের প্রয়োজনে মোবাইল নিত্য প্রয়োজনীয় জিনিস বটে কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তায় অর্থের যেমন অপচয় ঘটে তেমনি মূল্যবান সময়ও নষ্ট হয়।

 

স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে পত্র

 

সময়ে অসময়ে মোবাইলের রিংটোন বেজে ওঠলে লেখাপড়ায় মনোযোগ নষ্ট হয়। মাত্রাতিরিক্ত আলাপ স্থির বুদ্ধিসম্পন্ন সৃজনশীল মনমাসকিতা তৈরির ক্ষেত্রেও অন্তরায়। তোমার জেনে রাখা প্রয়োজন যে, মোবাইল ফোনের রেডিয়েশন মানবদেহের ক্ষতিসাধন করে থাকে। এর রেডিয়েশন মানুষের দেহে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ব্রেন টিউমারের মতো কঠিন রোগের সম্ভবনা বৃদ্ধি করে। এছাড়া নার্ভ ক্ষতিগ্রস্থ করে, চোখের ক্যাটরেখ, রক্তের উপাদানগত পরিবর্তনেও রেডিয়েশন প্রভাব ফেলতে পারে। মোবাইলের রিংটোন হার্টের জন্য প্রচণ্ড ক্ষতিকর।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আজকাল মোবাইল ফোনের মাধ্যমে অনেকে নানা রকমক অসামাজিক ও অনৈতিক কার্যকলাপেও জড়িয়ে পড়ছে। পড়ালেখার ক্ষতি করে গান শোনা, গেইম খেলা, নানারকম ছবি দেখা ইত্যাদি কার্যকলাপ ছাত্রজীবনকে ক্রমে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুতরাং এসব বিষয়ে সতর্ক থাকবে বলে আমি আশা করি। আমি তোমার বড় ভাই, অথচ আমার কোনো মোবাইল ফোন নেই, অবশ্য আমি এর কোনো প্রয়োজনও অনুভব করি না। লেখাপড়ার ক্ষতি হবে— এই ভেবেই মোবাইল ফোন ব্যবহার থেকে আমি বিরত আছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত মোবাইল ফোন কিনব না বলেই স্থির সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলো একটু ভেবে দেখবে বলে আশা করি।আজ এখানেই শেষ করছি, নিজের লেখাপড়ার দিকে খেয়াল রেখো। তোমাদের সবার কুশল কামনা করি। মা-বাবাকে সালাম জানিও।

আরও দেখুন:

Leave a Comment