Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর নিয়ে আজকের পাঠ। সরল বাক্য থেকে ‘যৌগিক বাক্যে’ রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে কিছু সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে। সূত্রগুলো নিচে আলোচনা করা হলো।

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর


সূত্র : ক। বাক্যের পরিবর্তন হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।

যেমন :

সরল : সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি।

যৌগিক : সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

সূত্র : খ। সরল বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া (বিধেয়) দ্বারা স্বনির্ভর খণ্ডবাক্যে পরিণত করতে হয়।

যেমন :

সরল : ‘গৃহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধড়ে প্রাণ আসিল।

যৌগিক : ‘গৃহাটা হইতে বাহির হইলাম, তবেই ধড়ে প্রাণ আসিল।’

সূত্র ঘ: সরল বাক্যের সমাপিকা ক্রিয়া দ্বারা অন্য একটি স্বনির্ভর খণ্ডবাক্যও গঠিত হয়।

যেমন :

সরল : ঝুরি নেমে গড়ে ওঠা গুঁড়িই এখন রয়েছে।

যৌগিক : ঝুরি নেমে গুঁড়ি গড়ে উঠেছে, আর তা-ই এখন রয়েছে।

 

সূত্র : ঘ। প্রয়োজনে সরল বাক্যের অন্য শব্দসমষ্টির দ্বারা কিংবা বাক্যাংশকে প্রসারিত করে এক বা একাধিক স্বনির্ভর খণ্ডবাক্য গঠিত হতে পারে।

যেমন :

সরল : আমি বর ছিলাম বলে বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।

যৌগিক : আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সূত্র : ঙ ।  খণ্ডবাক্যগুলো ব্যতিরেকাত্মক, প্রাতিপাক্ষিক, সংযোজক, বিয়োজক প্রভৃতি যে কোনো অব্যয় দ্বারা যুক্ত করে যৌগিক বাক্য গঠন করা।

যেমন :

সরল : তুমি চলে গেলে তোমার জিনিসপত্তর দেখবে কে?

যৌগিক : তুমি চলে যাবে, কিন্তু তোমার জিনিসপত্তর দেখবে কে?

সরল বাক্যকে যৌগিক বাক্যে’ রূপান্তরের কতিপয় উদাহরণ:

 

সূত্র : সরল -বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

আরও দেখুন:

Exit mobile version