সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা

সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা , বিশেষ্য বা সর্বনামের সঙ্গে অন্য বিশেষ্য বা সর্বনামের সম্বন্ধ থাকলে পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনাম পদকে পদ বলা হয়। ‘সম্বন্ধ পদের বিভক্তি চিহ্ন -র, এর, কার ইত্যাদি। উদাহরণ : আলতাফের কবিতা প্রকাশিত হয়েছে (‘-এর’ বিভক্তি)। আমার আজ জ্বর নাই (‘-র’ বিভক্তি)।

সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা

সন্ধ তোমা সবাকার ঘরে ঘরে জ্বলুক আলো (‘কার’ বিভক্তি)। ওপরের বাক্য তিনটিতে কার কবিতা (আলতাফের), কার জ্বর নেই (আমার), কাদের ঘরে ঘরে আলো জ্বলবে (সবাকার) ইত্যাদি প্রশ্নের উত্তরে প্রাপ্ত বিশেষ্য ও সর্বনামের সঙ্গে কবিতা, জ্বর, আলো ইত্যাদি বিশেষ্য পদগুলো সম্পর্কিত, এবং এগুলোর আগে যেহেতু ‘আলতাফের’, ‘আমার’, ‘সবাকার’ পদ বসেছে তাই এ পদগুলো ‘সম্বন্ধ পদ’।

 

সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা

 

সম্বন্ধ’ পদ ‘কারক’ নয়। এ পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, সেজন্য ‘কারক’ বললে ভুল হবে। সম্বন্ধ ‘পদের বিভক্তি (ক) সম্বন্ধ ‘পদে ‘-র’ বা ‘-এর’ বিভক্তি যুক্ত হয়ে থাকে। যথা : আমি + র = আমার (ভাই), খালিদ, + এর = খালিদের (বই)। (খ) সময়বাচক অর্থে সম্বন্ধ’ পদে – কার > – কের বিভক্তি যুক্ত হয়।

 

সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা

 

যথা- আজি + কার = আজিকার > আজকের (কাগজ)। পূর্বে + কার = পূর্বেকার (ঘটনা)। কালি + কার = কালিকার > কালকার > কালকের (ছেলে)। কিন্তু ‘কাল’ শব্দের উত্তর শুধু ‘-এর’ বিভক্তিই যুক্ত হয়। যেমন- কাল + এর = কালের। বাক্য : সে কত কালের কথা । সম্বন্ধ’ পদের প্রকারভেদ সম্বন্ধ’ পদ বিভিন্ন প্রকার হতে পারে। যেমন—

সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা
সম্বন্ধ ‘পদে -র বা -এর বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যেমন- আমি + -র = আমার, খালিদ + -এর = খালিদের। সময়বাচক অর্থে সম্বন্ধ’ পদে -কার > -কের বিভক্তি যুক্ত হয়। যেমন- আজি + -কার = আজিকার > আজকের, পূর্বে + -কার = পূর্বেকার, কালি + -কার = কালিকার > কালকার > কালকের। তবে “কাল” শব্দটির উত্তরে শুধু -এর বিভক্তিই যুক্ত হয়। যেমন- কাল + -এর = কালের। উদাহরণ- সে কত কালের কথা। [সে কবেকার কথা?]

 

সম্বন্ধ পদ | ভাষা ও শিক্ষা

 

আরও দেখুন:

Leave a Comment