সন্ধি কী ও কেন | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

সন্ধি কী ও কেন – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “সন্ধি ও সন্ধি-গঠন” বিষয়ের একটি পাঠ। সন্ধি শব্দের অর্থ ‘মিলন’। দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুটো ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকেই বলা হয় সন্ধি। এই মিলন বা পরিবর্তন কয়েক রকম হতে পারে। যেমন : ধ্বনির মিলন বা রূপান্তর : রবীন্দ্র = রবি + ইন্দ্র।

সন্ধি কী ও কেন | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

এখানে রবি শব্দের শেষে নিহিত ই-ধ্বনি এবং ইন্দ্র শব্দের প্রথমে ই-ধ্বনি মিলে ঈ-ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। ধ্বনি-লোপ : হিমালয় = হিম + আলয়। এখানে হিম শব্দের শেষে নিহিত অ-ধ্বনি এবং আলয় শব্দের প্রথমে আ-ধ্বনি মিলিত হওয়ার ফলে অ-ধ্বনি লোপ পেয়েছে ছ এবং আ-ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়েছে।

সন্ধি কী ও কেন | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

ধ্বনির বিকৃতি বা বদল বা পরিবর্তন : ধ্বনির বিকৃতি বা বদল তিন প্রকারের। যেমন : ক. পূর্বধ্বনির বিকৃতি বা বদল : চিন্ময় = চিৎ + ময়। পূর্বপদের ৎ বিকৃত হয়ে ন হয়েছে। খ. পরধ্বনির বিকৃতি বা বদল : রাজ্ঞী = রাজ্ + নী। পরধ্বনি ন রূপান্তরিত হয়ে ঞ হয়েছে। রূপান্তরিত হয়ে ধ হয়েছে এবং দুয়ে মিলে দ্ধ যুক্তব্যঞ্জন গঠন করেছে।

 

সন্ধি কী ও কেন | সন্ধি ও সন্ধি-গঠন | ভাষা ও শিক্ষা

 

গ. উভয় ধ্বনির বিকৃতি বা বদল : উদ্ধত উৎ + হত। এখানে পূর্বধ্বনি ৎ রূপান্তরিত হয়ে দ; পরধ্বনি হ = বৈয়াকরণগণ নানাভাবে সন্ধির সংজ্ঞার্থ দিয়েছেন। যেমন : ‘বর্ণদ্বয়ের মিলনকে সন্ধি বলে। ‘একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। ‘পরস্পর অত্যন্ত সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। ‘ ‘একান্ত সন্নিহিত বা অব্যবহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। ‘ 8 ‘দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত ধ্বনির পরিবর্তন হয়। এতে দুটি ধ্বনির মিলন, পরিবর্তন কিংবা লোপ হতে পারে। এরূপ মিলন বা লোপ বা পরিবর্তনকে সন্ধি বলে।”

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আরও দেখুন:

Leave a Comment