সংলাপ রচনায় লক্ষণীয় বিষয় | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

সংলাপ রচনায় লক্ষণীয় বিষয় | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা , ভালো সংলাপ রচনা অনুশীলন-সাপেক্ষ। সেজন্য শিক্ষার্থীকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। ই বা ততোধিক ব্যক্তির পারস্পরিক কথােপকথনকে সংলাপ বলা হয়। প্রাত্যহিক জীবনে আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে কথা বাল। লক্ষ করলে দেখতে পাব এর অধিকাংশ কথাই বিচ্ছিন্ন ও অসম্পূর্ণ এবং যথাযথ শব্দ প্রয়ােগ বা বাক্য বিন্যাস সুসংহত নয়।

 

সংলাপ রচনায় লক্ষণীয় বিষয় | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

যেমন—

১. সংলাপের জন্যে প্রদত্ত বিষয়টি নিয়ে প্রথমে ভালোভাবে ভেবে-চিন্তে মনের মধ্যে বিষয়টিকে গুছিয়ে নিতে হয়। বিষয়ের উপস্থাপনা ও পরিণতির মধ্যে একটি সুসংহত সামঞ্জস্য বিধান অপরিহার্য। যদিও কাহিনি থাকে না, তাহলেও প্রদত্ত বিষয় বক্তাদের ভাবনা-চিন্তা, দৃষ্টিভঙ্গি ও মননের রসদে সজীব ও পুষ্ট হয়ে একটা ক্ষীণ প্রবাহমাণতায় পরিণামমুখী হয়। সেজন্য প্রদত্ত বিষয়ের ক্রমবিকাশের বোধটি মনের মধ্যে স্পষ্ট হয়ে ওঠা চাই।

 

সংলাপ রচনায় লক্ষণীয় বিষয় | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

 

সংলাপ রচনায় লক্ষণীয় বিষয় | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

২. যাদের মধ্যে সংলাপ হবে, সে চরিত্রগুলো নির্দিষ্ট থাকলে তাদের মুখে কথা বসিয়ে সংলাপ রচনা করতে হয়। চরিত্র নির্দিষ্ট করে বলা না থাকলে বিষয় অনুযায়ী চরিত্র ভেবে নিতে হয়। কথার ওপর চরিত্রের প্রতিফলন পড়ে। ছেলেমানুষের মুখে বুড়োর কথা যেমন বেমানান, তেমনি বুড়োর মুখে ছেলেমানুষী কথা হাস্যকর।

৩. সংলাপের ভাষা স্পষ্ট, প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী হওয়া বাঞ্ছনীয়। সংলাপনির্ভর বাক্য ছোটো হলেই ভালো। বড় বড় জটিল বাক্য কিংবা অতিকথন সংলাপকে ক্লান্তিকর করে।

 

সংলাপ রচনায় লক্ষণীয় বিষয় | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

৪. সংলাপের আয়তনের নির্দিষ্ট কোনো মাপজোখ নেই। বক্তব্য বিষয় পূর্ণতা লাভ করলেই সংলাপের সমাপ্তি। তবে দীর্ঘ সংলাপ না হওয়াই উত্তম।

৫. লক্ষ রাখতে হবে সংলাপ যেন বক্তা-প্রতিবক্তার নিছক প্রশ্ন ও উত্তরে পর্যবসিত না হয়। আলাপ-আলোচনার মধ্য দিয়ে বক্তব্য বিষয় এগোবে, প্রয়োজনে তর্ক-বিতর্কের কিছুটা আমেজ আসতে পারে।

৬. এ ধরনের সংলাপে নাটকীয়তার অবকাশ নেই। তবে উক্তি-প্রত্যক্তির মধ্য দিয়ে আলোচ্য বিষয় এগোতে এগোতে স্বাভাবিকভাবে কিছুটা নাটকীয় রস ও মাধুর্যের আমেজ এসেই পড়ে। সরস সংলাপ হৃদয়গ্রাহী হয়। বিশেষ ক্ষেত্রে কৌতুক-রস কিংবা ব্যঙ্গ-বিদ্রূপের শাণিত ফলা সংলাপকে সজীব ও প্রাণবন্ত করে।

আরও দেখুন:

Leave a Comment