রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা , সামাজিক সদ্ভাব ও সুসম্পর্ক রক্ষা করার জন্য কোন আয়োজিত অনুষ্ঠানে , অথবা ব্যাবসায়িক আলোচনার প্রয়োজনে কাঙ্খিত ব্যক্তির উপস্থিতির জন্য নান্দনিকভাবে অবহিত করার উদ্দেশ্যে লিখিত চিঠিকে নিমন্ত্রণ পত্রে বলা হয়ে থাকে | ধর্মীয়, সামাজিক ,রাজনৈতিক ,ব্যবসায়িক যে কোন অনুষ্ঠানে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে |
আমন্ত্রণ পত্রের ব্যবহার মূলত সামাজিক রীতি | বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় , রাজনৈতিক , ব্যবসায়িক সমাবেশে মানুষকে আমন্ত্রণ করতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে । যেমন বিয়ে , জন্মদিন , ইফতার মাহফিল , শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা , বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান , সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান , রাজনৈতিক দলের কর্মী সমাবেশ , বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যেমন ঈদ দুর্গাপূজা নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবদের আমন্ত্রণের উদ্দেশ্য নিমন্ত্রণ পত্র ব্যবহার করা হয় ।
তাই ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান কে গ্রহণযোগ্য আনন্দঘন করে তোলার জন্য আন্তরিকভাবে নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে সবারই জানা উচিত । নিমন্ত্রণ পত্রের শুরুতেই , প্রাপকের উদ্দেশ্যে সৌজন্যে সূচক অথবা স্নেহ মুলক কিছু শব্দ ব্যবহার করা হয় । শব্দগুলো মূলত আন্তরিকতা প্রকাশে সহায়ক ।

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র
… কলেজ ঢাকা- ১২০০
সুধী,
আগামী ২৫ বৈশাখ, ১৪১৫, ০৮ মে, ২০০৮, মঙ্গলবার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রবীন্দ্র রচনা থেকে পাঠ ও রবীন্দ্র সংগীতানুষ্ঠানের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বরেণ্য বুদ্ধিজীবী ও গবেষক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি আয়োজন করা হয়েছে। হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত রবীন্দ্রগবেষক ড. সানজিদা খাতুন এবং বিখ্যাত রবীন্দ্র শিল্পীবৃন্দ এ অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য ।
বিনীত
সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ কলেজ, ঢাকা।
২০ বৈশাখ (০৩ মে, ২০০০)
আরও দেখুন: