যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা ,একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।

 

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।

 

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

বাংলা দরখাস্ত কাজের সুবিধার্তে অনেক সময় বিভিন্ন প্রকারের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানার অভাবে আমরা এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষ ভাবে চাকরি প্রার্থীগণ চাকরির আবেদন বা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে অনেক সমস্যায় পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি

তারিখ : ২৫ ডিসেম্বর, ২০০০

সম্পাদক, দৈনিক জনকণ্ঠ

২৪/এ নিউ ইস্কাটন রোড, ঢাকা।

‘খ’, ১৮ / সি, গেণ্ডারিয়া, ঢাকা।

যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে আমাদের করণীয়

জনাব, আপনার বহুল প্রচারিত পত্রিকার ‘চিঠিপত্র’ বিভাগে প্রকাশের জন্য ‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে আমাদের করণীয়’ শিরোনামে একটি চিঠি এই সঙ্গে পাঠাচ্ছি। সময়োপযোগী এ-বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আপনার পত্রিকায় প্রকাশ করে এবং পাঠকের অবাধ মতামত প্রকাশের সুযোগ-সুবিধা দিয়ে এ মহৎ উদ্দেশ্যকে সার্থক করবেন, আশা রাখি।

যুগে যুগে যৌবন-দূত তরুণের দলই জরাগ্রস্ত পৃথিবীর বুকে এনেছে নবজীবনের ঢল। তরুণদের কণ্ঠেই উচ্চারিত হয় নতুন দিনের গান। তাদের চোখে থাকে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত— এসব বৈশিষ্ট্যের জন্যে কবি সুকান্ত জাতীয়জীবনে তারুণ্য ও যৌবনশক্তিকে আহ্বান করেছেন— ‘এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় ।

পথ চলতে এ বয়স যায় না থেমে,এ বয়সে তাই নেই কোনো সংশয়। এ দেশের বুকে আঠারো আসুক নেমে —কিন্তু হায়! কবির এ প্রার্থনা আজ অরণ্যে রোদন, যুবসমাজ আজ বিপথগামী হয়ে দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজ জাতির সামনে বিরাট প্রশ্ন- যুবসমাজের অবক্ষয়ের কারণ কী? দু-এক কথার মধ্য দিয়ে এর উত্তর করা আদৌ সম্ভব নয়। কেননা যুব সমাজের এ অবক্ষয় একদিনে সৃষ্টি হয় নি, তাই এর কারণও বহুবিধ। তবে সবচেয়ে বড় কথা যেটা, তা হল যে কোনো উপায়েই হোক না কেন, এ অবক্ষয় রোধ করতে না পারলে সমাজ জীবন, এমন কি গোটা জাতি ভয়াবহ সংকটের মুখোমুখি হবে এতে কোনো সন্দেহ নেই।

সুতরাং যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে আমাদের কী করণীয় তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখা দরকার। যুবকদের সুসংগঠিত করে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করতে হলে তাদের মধ্যে নীতিজ্ঞান ও সচেতনতা জাগিয়ে তুলতে হবে। তারা সচেতন হলে কোনো রকম অন্যায় কুমন্ত্রণা তাদের বশীভূত করতে পারবে না। সমাজে যতদিন অন্যায় অবিচার মাথা উঁচু করে থাকবে ততদিন যুব সমাজকে সুপথে আনা কষ্টকর। ধর্ম ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তাদের সামনে থেকে অন্ধকার দূর করতে হবে। রাজনৈতিক দ্বন্দ্ব-কলহ বন্ধ করতে হবে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যুব সমাজকে ব্যবহার করা বন্ধ করতে হবে।

কুরুচিপূর্ণ স্যাটেলাইট চ্যানেলসমূহ বন্ধ করতে হবে। রীতিমতো শরীরচর্চা এবং নানারকম খেলাধুলার ব্যবস্থা করতে হবে। দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দূর করতে হবে। তাছাড়া যারাই সমাজে অপরাধকর্মে লিপ্ত হয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যুবকরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ এবং জাতির কর্ণধার। ‘তাদের মনে এ চেতনাবোধ জাগিয়ে তুলতে হবে। এসব পদক্ষেপ সুষ্ঠুভাবে গ্রহণ করা গেলেই আমাদের বর্তমান যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব।

বিনীত

১৮ / সি, গেণ্ডারিয়া, ঢাকা।

আরও দেখুন:

Leave a Comment