Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

মাত্রাবৃত্ত ছন্দ

মাত্রাবৃত্ত ছন্দ – বিষয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিষয়ের “ছন্দ ও অলঙ্কার” বিভাগের একটি পাঠ।

মাত্রাবৃত্ত ছন্দ

উৎপত্তির বিচারে যে ছন্দকে আমরা বলেছি ‘তৎসম’ বা ‘অর্ধতৎসম ছন্দ’, যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় ‘মাত্রাবৃত্ত ছন্দ’। এর সংজ্ঞার্থ নির্ণয় করা যায় এভাবে : যে জাতীয় ছন্দে যে কোনো রুদ্ধদলের মাত্রাসংখ্যাই দুই এবং যার চলন নাতিচপল কিংবা নাতিধীর অর্থাৎ এক কথায় যার চলন মধ্যগতি তাকে বলা যায় ‘মাত্রাবৃত্ত ছন্দ’।

বাংলার অক্ষরবৃত্ত ছন্দে প্রতি পর্বে অক্ষরসমতা বর্তমান থাকে, মাত্রাবৃত্ত ছন্দে প্রতি পর্বে শুধু মাত্রা-সমতাই বর্তমান থাকে, অপর কিছুই নয়, এই কারণেই এ জাতীয় ছন্দের ‘মাত্রাবৃত্ত’• নামকরণ যথোচিত এবং সার্থক বলে মেনে নিতে পারি। ভাবে বললে বলা যায়, যে ছন্দে যু সংক্ষিপ্তভাবে বললে বলা যায়, যে ছন্দে যুগ্মধ্বনি দুই মাত্রা গণনা করা হয় এবং বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়, তাকে মাত্রাবৃত্ত’ ছন্দ বলে। মাত্রাবৃত্ত’ ছন্দে চরণের পর্বগুলোতে প্রত্যেক অক্ষর ধ্বনিই বিশেষ প্রাধান্য লাভ করে এবং প্রত্যেক পর্বের মাত্রার সংখ্যা সুনির্দিষ্ট।

 

 

বিলম্বিত লয়ের এ ছন্দের চরণের শেষ পর্ব অপূর্ণ থাকে। অন্ত্য পর্ব ছাড়া অন্যসব পর্বের মাত্রা সংখ্যা সমান। যেমন- আমরা চাহি না, । তরল স্বপন, । হালকা সুখ, আরাম কুশন, মখমল চটি, । পানসে মুখ শান্তির বাণী, । জ্ঞান-বানিয়ার । বই গুদাম, ছেদো ছন্দের । পলকা উর্ণা, । সস্তা নাম। উপর্যুক্ত প্রতিটি চরণের মাত্রা সংখ্যা যথাক্রমে (৬ + ৬ + ৫)। পর্ব সংখ্যা তিনটি। শেষটি অপূর্ণ পর্ব। স্তবক একটি। 4 (6 + 6 + 8 11 943 মাত্রাবৃত্ত’ ছন্দের একটি দুর্বলতা— এতে সুরবৈচিত্র্য যথেষ্ট প্রকাশ করা গেলেও গাম্ভীর্য আনা সম্ভবপর নয়।

 

 

এ বিষয়ে প্রবোধচন্দ্র সেনও বলেছেন, ‘ধ্বনির গাম্ভীর্য এবং বাক্যের সম্প্রসারণ ক্ষমতা অক্ষরবৃত্ত ছন্দের বিশেষত্ব; সুতরাং সে গুরুগম্ভীর ভাবের উপযুক্ত বাহন। এজন্যই বৃহৎ কাব্যে, নাটকে এবং গম্ভীর ভাবপ্রকাশক কবিতা দিতে অক্ষরবৃত্ত ছন্দের ব্যবহার এত বেশি। কিন্তু সুরবৈচিত্র্যেই মাত্রাবৃত্ত’ ছন্দের বিশেষত্ব। এজন্য এ ছন্দ গীতিকবিতার পক্ষে বিশেষ উপযোগী। কিন্তু এ ছন্দ গভীর ভাবের কবিতার পক্ষে একেবারেই অযোগ্য, তাই মাত্রাবৃত্ত’ ছন্দে অমিত্রাক্ষর কবিতা রচনা অসম্ভব।”

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Exit mobile version