মন্ত্রীর আগমন উপলক্ষে অভিনন্দন পত্র | অভিনন্দন পত্র | ভাষা ও শিক্ষা

মন্ত্রীর আগমন উপলক্ষে অভিনন্দন পত্র | অভিনন্দন পত্র | ভাষা ও শিক্ষা , চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্যধারক বার্তা। চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে; বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ট করে, পেশাদারি সম্পর্কের উন্নয়ন করে এবং আত্মপ্রকাশের সুযোগ দেয়। স্বাক্ষরতা টিকিয়ে রাখতেও একসময় চিঠির অবদান ছিল।

 

মন্ত্রীর আগমন উপলক্ষে অভিনন্দন পত্র | মানপত্র | ভাষা ও শিক্ষা

 

মন্ত্রীর আগমন উপলক্ষে অভিনন্দন পত্র

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে

বরিশাল জেলার …….. মহাবিদ্যালয়ের পক্ষ থেকে

অভিনন্দন

হে শিক্ষা-দরদি,

আপনার পবিত্র পদস্পর্শে বরিশাল … মহাবিদ্যালয় প্রাঙ্গণ আজ আনন্দমুখর হয়ে উঠেছে। আমাদের মাঝে আপনার মতো শিক্ষা-দরদি জ্ঞানতাপসকে পেয়ে আমরা আজ আনন্দিত, গর্বিত ও ধন্য। তাই আপনার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।

হে দেশপ্রেমিক,

আপনি শিক্ষাক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা অনস্বীকার্য। আপনার নিরলস প্রচেষ্টা ও কঠোর সাধনায় শিক্ষাব্যবস্থায় এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। আপনার কাজের সুরভি আজ ছড়িয়ে পড়েছে দেশ-দেশান্তরে। দেশবাসী আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ।

হে আলোর দিশারি,

আপনি আমাদের পরম আপনজন বলে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। নানা সমস্যার যাঁতাকলে পিষ্ট আমাদের এ কলেজটি। শিক্ষাব্যবস্থার সর্বত্র উন্নয়নের ছোঁয়া ও আপনার প্রশংসনীয় উদ্যোগের কথা শুনে আজ আমরা আশাবাদী হয়ে উঠেছি। তাই এই কলেজের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানকল্পে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রায় এক যুগেরও বেশি পুরোনো এ-কলেজের বিজ্ঞান ভবনটি ঝড়ের আঘাতে বিধ্বস্ত হওয়ার কারণে এতে ক্লাস নেয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই এর সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি। v. সারা বিশ্ব বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, এ-কলেজে কোনো বিজ্ঞানাগার নেই। তাই এতে আপনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।

 

মন্ত্রীর আগমন উপলক্ষে অভিনন্দন পত্র | মানপত্র | ভাষা ও শিক্ষা

 

খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, খেলাধুলার জন্যে এ কলেজের নিজস্ব কোনো মাঠ না থাকায় আমরা খেলাধুলা করার কোনো সুযোগ পাচ্ছি না। তাই একটি মাঠ নির্মাণ প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে। ~ আমাদের কলেজটিতে প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। কিন্তু এ কলেজে কোনো লাইব্রেরি না থাকায় ছাত্র-ছাত্রীর পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই এ ব্যাপারে দৃষ্টি রাখার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি।

” শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুকুমারবৃত্তি লালনের জন্যে বিদ্যাশিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম প্রয়োজন।

কিন্তু এ-কলেজে সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার জন্যে প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব রয়েছে। তাই প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের জন্যে অর্থ বরাদ্দের ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস সমস্ত বিষয় আপনার সদয় বিবেচনা লাভ করবে এবং অবিলম্বে সমস্যাসমূহের সমাধান করে এই কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। পরিশেষে পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের

কাছে আপনার স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বিনয়াবনত

কলেজের ছাত্রছাত্রী।

আরও দেখুন:

Leave a Comment