মনে থাকবে কবিতা – এটি মূলত একটি প্রেমের কবিতা। কবিতাটি লিখেছেন আরণ্যক বসু । আরণ্যক বসু কবি, নাট্যকার ও বাচিকশিল্পী, জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়। এই কবিতার মাধ্যমে কবি তার মধ্যে থাকা প্রেম বা ভালোবাসা ফুটিয়ে তুলতে চেয়েছেন।
মনে থাকবে কবিতা – আরণ্যক বসু
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে শীতলপাটি বিছিয়ে দেব; সন্ধে হলে বসবো দু’জন। একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে… মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে? আমি হবো উড়নচন্ডি এবং খানিক উস্কোখুস্কো এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে? পরের জন্মে কবি হবো তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে?

মনে থাকবে কবিতা আবৃত্তিঃ
প্রকাশিত বই: মেঘ রোদ্দুর নীলাকাশ (প্রতিভাস), শোকসভার পরে এবং অন্যান্য নাটক (একাল), মেঘ চলেছে হলুদ পুকুর (প্রিতম প্রকাশন), ছায়াপথের কাছে ও অন্যান্য নাটক (উ,খন্ড), মন খারাপের ছেঁড়া পাতারা (প্রয়াগ প্রকাশনী), ছোটবেলার ছাতা (দোয়েল), শালবনীর রাধাচুড়া (পাঠক), নীরপদ্মের পাড়া (পাঠক), নির্বাচিত নাটক (প্রয়োগ), একমুঠো শিমুলপলাশ (কৃতি), রাধাচুড়ার পাপড়িরা (লেখকমন), নির্বাচিত প্রেমের কবিতা (প্রতিভাস), নির্বাচিত দীর্ঘ কাবিতা (উ,খন্ড), আবৃত্তিযোগ্য কিশোর কবিতা (খেলাচিঠি), আবৃত্তিযোগ্য প্রেমের কবিতা ( খোলাচিঠি), মানুষের মুখ কবিতার ভাষা (মনীষা), মিছিলেই আছি প্রতিবাদে কবিতায় (মনীষা), সবাই আমায় ম্যাজিক দেখায় (পত্রভারতী), আকাশ রঙের ঘুড়ি (লেখকমন), চিরদিনের চিরভাস্কর (লেখকমন), আগামী দিনের নাটক গুচ্ছ (লেখকমন), একমুঠো দীর্ঘ কবিতা (কথোপকথন), আমার স্বপ্ন, আমার নাটক ((কথোপকথন), ভালোবাসা যেন ডাকে (কথোপকথন), প্রেম তুমি বেঁচে থাকো (কথোপকথন) চেনা মুখগুলো যখন দীর্ঘছায়া (অজ্ঞাত ) ১০০ প্রেমের কবিতা (অনিন্দ প্রকাশ)।
আরও দেখুনঃ