ভি. পি. ডাকযোগে বই সরবরাহের অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের উদ্দেশ্যে চিঠি | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা , দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।
বাংলা দরখাস্ত কাজের সুবিধার্তে অনেক সময় বিভিন্ন প্রকারের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানার অভাবে আমরা এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষ ভাবে চাকরি প্রার্থীগণ চাকরির আবেদন বা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে অনেক সমস্যায় পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।

ভি. পি. ডাকযোগে বই সরবরাহের অনুরোধ জানিয়ে পুস্তক প্রকাশকের উদ্দেশ্যে চিঠি
তারিখ : ১৩ অক্টোবর, ২০০০
ম্যানেজার
দি এ্যাটলাস পাবলিশিং হাউস
৩৮, বাংলাবাজার মান্নান মার্কেট (২য় তলা);
ঢাকা-১১০০।
বিষয় : ভি. পি. ডাকযোগে বই পাঠানোর অনুরোধ ।
জনাব,
শুভেচ্ছা নেবেন। অনুগ্রহপূর্বক আপনাদের প্রকাশিত নিচের তালিকাভুক্ত বইগুলো এককপি করে নিম্নবর্ণিত ঠিকানায় ভি. পি. ডাকযোগে পাঠিয়ে বাধিত করবেন। এই সঙ্গে আগাম হিসেবে ৫০০ টাকা মানি অর্ডার করে পাঠালাম। বই পাওয়ার পর বাকি টাকা পরিশোধিত হবে। আপনার ব্যবসায়ের উন্নতি হোক। ধন্যবাদান্তে- প্রথম বর্ষ (বিজ্ঞান শাখা), রোল নং-০৫ সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
প্রয়োজনীয় বইয়ের তালিকা
১. বাংলাদেশ সচিত্র তথ্যকোষ : প্রাকৃতজ শামিমরুমি টিটন ২. উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা : ড. হায়াৎ মামুদ . Oxford World Atlas- M.S.A. Bhuiyan Titan
৪. উচ্চ মাধ্যমিক রসায়ন (১ম ও ২য় পত্র) : মহীর উদ্দিন, লায়লা মুসতারীন ও ড. তানভীর মুসলিম ৫. টেকস্ট রেফারেন্স উচ্চ মাধ্যমিক বাংলা ১ম পত্র : প্রাকৃতজ শামিমরুমি টিটন
৬. গণিত তথ্যকোষ : ড. মতিউর রহমান মিঞা।
আরও দেখুন: