পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে কী করতে চাও জানিয়ে বন্ধুর কাছে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , ঐতিহাসিকভাবে, চিঠির প্রচলন ছিল প্রাচীন ভারত, প্রাচীন মিশর, সুমের, প্রাচীন রোম, মিশর এবং চীনে, এবং এই ইন্টারনেটের যুগেও এর চল বর্তমান। সতের ও আঠারো শতকে চিঠি লেখা হতো স্ব-শিক্ষার জন্য। চিঠি ছিল পাঠচর্চা, অভিজ্ঞতা বর্ণনা করা, বিতর্কমূলক লেখা বা সমমনা অন্যদের সাথে আইডিয়া বিনিময়ের পদ্ধতি।
পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে কী করতে চাও জানিয়ে বন্ধুর কাছে চিঠি
বাংলাবাজার, ঢাকা। ২৫ মে, ২০০০
প্রিয় ‘ক’,
আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার একটি চিঠি পেয়েছি। এইচ. এস. সি. পরীক্ষার ফল প্রকাশের পূর্ববর্তী অবসর দিনগুলো কীভাবে কাটাতে চাই তা তুমি জানতে চেয়েছ।
পরীক্ষা শেষ হয়েছে মাত্র দু’দিন আগে। অথচ ফল প্রকাশের প্রতীক্ষায় আমাকে অন্তত তিন মাস বসে থাকতে হবে। কিন্তু এত বড় সময় হেলায় কাটানো উচিত হবে না। বন্ধু, তুমি তো জান আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার ওপর বাবার মৃত্যুর পর সংসারে আয়-উপার্জনের আর কেউ নেই। এমতাবস্থায় আমার মতো গরিবঘরের ছেলের পক্ষে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া একরকম আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই নয়।
কিন্তু এত সহজে আমি জীবনের হাল ছাড়তে ‘রাজি নই। তাই ভেবেছি পরীক্ষার পরবর্তী এই অবসর সময়টুকু আমি কম্পিউটার শিখব। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম থাকলেও আমি এম. এস. ওয়ার্ড ও ডি. টি. পি. শিখব। এই দুটি প্রোগ্রাম শিখতে পারলে আমি যে কোনো প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি পাব। আমার এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে লেখাপড়ার ক্ষেত্রে আমার আর কোনো বাধা থাকবে না। আমার জন্যে দোয়া করো। তোমার আব্বা-আম্মাকে সালাম দিও। আজ আর নয়
ইতি প্রীতিমুগ্ধ
আরও দেখুন: