পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা , আবেদন পত্র বা দরখাস্ত একটি formal বা আনুষ্ঠানিক পত্র। এজন্য এটি লেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়। কেননা সুনির্দির্ষ্ট নিয়মাবলী অনুসরণ না করলে , অনেকাংশেই আবেদন করা এই পত্রটি অকার্যকর বা বাতিল হিসেবে গণ্য হয়ে যাতে পারে।

 

পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

ইংরেজিতে এগুলোকে Official Letter বলে। এই ধরনের পত্রের বিষয় নানাবিধ হতে পারে। যেমন : ছুটির আবেদন, চাকরির জন্য আবেদন, অভাব-অভিযোগ বা সমস্যাদির ব্যাপারে সরকারি কর্তৃপক্ষকে বা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে আবেদন, পত্রিকা সম্পাদকের কাছে পত্র লিখন ইত্যাদি। এই শ্রেণির পত্রে কেবল বক্তব্য-বিষয় প্রাধান্য পায়, ভাবাবেগ প্রকাশের বিন্দুমাত্র অবকাশ নেই। বক্তব্যের পারম্পর্য রক্ষা, ভাষার স্পষ্টতা ও শুদ্ধির ওপর সতর্ক ও যত্নবান হতে হয়। পত্রের নির্ভুল কাঠামো অনুসৃতি অপরিহার্য।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

 

পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত

তারিখ : ১৫ মে, ২০১০

বরাবর

অধ্যক্ষ,

মহাবিদ্যালয়

ঢাকা

বিষয় : রসায়ন বিভাগে প্রভাষক পদে নিয়োগের আবেদন

জনাব, বিনীত নিবেদন এই যে, গত ১২ মে, ২০১০ তারিখের ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার কলেজে রসায়ন বিভাগে একজন প্রভাষক প্রয়োজন। আমি উক্ত পদে একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্যে আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি নিচে সবিস্তারে উপস্থাপন করলাম।

 

মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন পত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

১০। অভিজ্ঞতা : একটি বেসরকারি কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসেবে এক বছর দায়িত্ব পালন।

১১। বৈবাহিক অবস্থা: অবিবাহিত অনুগ্রহপূর্বক উপর্যুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে উল্লিখিত পদের জন্য উপযুক্ত বলে নির্বাচিত হলে নিষ্ঠা, সততা

ও কঠোর পরিশ্রম সহকারে শিক্ষকতার পবিত্র দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব।

আপনার বিশ্বস্ত

বিনীত

নিজ হাতে স্পষ্ট

মো: সফিকুল ইসলাম ।

[নিজ হাতে স্পষ্টাক্ষরে স্বাক্ষর]

 

পত্রিকায় অভিজ্ঞ সহকারী শিক্ষকের পদের প্রার্থী হিসেবে একটি দরখাস্ত

 

আরও দেখুন:

Leave a Comment