তুমি ও কবিতা কবিতাটি মহাদেব সাহা [ Mahadev Saha ] এর বিখ্যাত একটি কবিতা, যা আবৃত্তি করা হয়েছে আজকের ভিডিওতে।
মহাদেব সাহা (জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি। মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি।
কাব্যগ্রন্থঃ
এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২)
মানব এসেছি কাছে
চাই বিষ অমরতা
কী সুন্দর অন্ধ
তোমার পায়ের শব্দ
তবু স্বপ্ন দেখি
সোনালী ডানার মেঘ
পৃথিবী তোমাকে আমি ভালোবাসি
কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু,
শুকনো পাতার স্বপ্নগাঁথা
দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই
দুঃখ কোন শেষ কথা নয়
ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময়
লাজুক লিরিক-২
দূর বংশীধ্বনি
অর্ধেক ডুবেছি প্রেমে – অর্ধেক আধারে
কালো মেঘের ওপারে পূর্ণিমা
সন্ধ্যার লিরিক ও অন্যান্য
মহাদেব- সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন)
মহাদেব- সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন)
মহাদেব- সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) – ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড,
মহাদেব -সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন)
প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন)
নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন)
নির্বাচিত একশ (কাব্য-সংকলন)
প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন)
মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।

তুমি ও কবিতা
তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি
মুহুর্তেই উৎসব-
তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর
সব আলো নিবে যায়,
বইমেলা জনশূন্য হয়ে পড়ে,
কবিতা লেখা ভুলে যাই।
তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো
মনোরম
একেটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল,
তোমার একটুখানি হাসি অর্থ এককোটি বছর
জ্যোৎস্নারাত
তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ
নেমে আসে;
তোমার সাথে প্রতিটি কতাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই
অনিঃশেষ বসন্তকাল
তোমার প্রতিটি সম্বোধন ঝর্নার একেকটি কলধ্বনি,
তোমার প্রতিটি আহ্বান একেকটি
অনন্ত ভোরবেলা।
তাই তুমি যখন চলে যাও মুহূর্তে সব নদীপথ
বন্ধ হয়ে যায়
পদ্মার রুপালি ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে,
পুষ্পোদ্যান খাঁখাঁ মরুভূমি হয়ে ওঠে;
যতোক্ষণ তুমি থাকো আমার নিকটে থাকে
সপ্তর্ষিমণ্ডল
মাথার ওপরে থাকে তারাভরা রাতের আকাশ,
তুমি যতোক্ষণ থাকো আমার এই হাতে
দেখি ইন্দ্রজাল
আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ;
তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা
তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের
অপূর্ব মূর্ছনা
যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত;
তোমার সাথে প্রতিটি বাক্য একেকটি কবিতা
প্রতিটি শব্দ শুভ্র শিশির।
তুমি ও কবিতা কবিতা আবৃত্তি ঃ
আরও দেখুন: