Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

সাহিত্য ও সৌন্দর্য | ভাষা ও সাহিত্য | বাংলা রচনা সম্ভার

জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “ভাষা ও শিক্ষা” বিভাগের “বাক্যতত্ত্ব” বিষয়ের একটি পাঠ।

 

 

জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর :

জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে— ⇒ সূত্র : ক। আশ্রিত খণ্ডবাক্যগুলোকে নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হবে।

জটিল বা মিশ্র বাক্যের উপযোগী শব্দ প্রয়োগের মাধ্যমে সবকটি খণ্ডবাক্যের মধ্যে সম্পর্ক রাখতে হবে। বজায় সাপেক্ষবাচক সর্বনাম বা নিত্যসম্বন্ধীয় অব্যয় পদ বর্জন করে সংযোজক বা বিয়োজক অব্যয় ব্যবহারের মাধ্যম স্বাধীন বাক্যগুলোকে যুক্ত করতে হয়। কতিপয় দৃষ্টান্ত জটিল : যে রক্ষক সেই ভক্ষক। যৌগিক: সেই রক্ষক, অথচ সেই ভক্ষক।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

জটিল : যদিও এখন এখানে কেউ বাস করে না, তবু এই নিয়ম দীর্ঘদিন থেকে চলে আসছে। যৌগিক: এখন এখানে কেউ বাস করে না বটে, কিন্তু দীর্ঘদিন থেকে এই নিয়ম চলে আসছে। জটিল : যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম কর। যৌগিক: পরিশ্রম কর এবং সাফল্য লাভ কর। জটিল : যদিও তিনি দরিদ্র তথাপি সৎ। যৌগিক: তিনি দরিদ্র, কিন্তু সৎ। জটিল : যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই ।

যৌগিক: এখানে একজন লোক এসেছিল, সে আমার ভাই। জটিল : যতদিন তাদের শিক্ষার কোনো ব্যবস্থা না হচ্ছে ততদিন তাদের দুরবস্থা ঘুচবে না । যৌগিক: তাদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে না, আর তাই তাদের দুরবস্থা ঘুচছে না। জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের আরো কিছু উদাহরণ

 

জটিল ও যৌগিক বাক্যের পার্থক্য – বাংলা ব্যাকরণ :

 

 

আরও দেখুন:

Exit mobile version