গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্যধারক বার্তা। চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে; বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ট করে, পেশাদারি সম্পর্কের উন্নয়ন করে এবং আত্মপ্রকাশের সুযোগ দেয়। স্বাক্ষরতা টিকিয়ে রাখতেও একসময় চিঠির অবদান ছিল।

 

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র

ত্রিশাল, ময়মনসিংহ ১৫ জানুয়ারি, ২০০০

প্রিয় ‘ক’,

দিন আসে দিন যায়, মাস পেরিয়ে একসময় বছরও কেটে যায়। স্মৃতি-বিস্মৃতির দোলায় জীবনও থেমে থাকে না। সুখ- দুঃখকে বয়ে নিয়ে সেও ধেয়ে চলে। তার গন্তব্য কোথায় আমরা কেউ জানি না বলেই জীবনের আগামী দিনগুলোর অপেক্ষায় থাকি। কিন্তু ফেলে আসা দিনগুলোকে কী ভোলা যায়? গ্রামের বাড়িতে দুজনে গাঁয়ের ধুলোবালি মেখে একই সঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে লেখাপড়া করেছি। তুমিই আমার একমাত্র শৈশবের বন্ধু ছিলে। কপাল মন্দ, এস. এস. সি পরীক্ষার পরই তুমি তোমার মা-বাবার সঙ্গে চলে গেলে বিদেশে। এরই মাঝে প্রায় দু বছর গত হল গত চিঠিতে লিখেছিলে আগামী মাসে দেশে ফিরবে।

 

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

 

জানি দেশে ফিরলেও হয়তো-বা তোমরা গ্রামে আসবে না, তোমার বাবা তো গ্রাম সহ্যই করতে পারেন না। গ্রামের সব জমিজমা বিক্রি করে শহরে বাড়ি করেছেন। কিন্তু বন্ধু, আমি বলি কি, দেশে ফিরলে তুমি গ্রামে চলে এসো, আমাদের বাড়িতে আমার সঙ্গেই থাকবে— তোমাকে আমন্ত্রণ। বন্ধু তমাল—নদী, পুকুর, বন-বনানী আর পাখিদের কলকাকলিতে মুখর সেই গ্রামের কথা কি তোমার মনে পড়ে না?

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

রাতের জোনাকি পোকাদের দেখলে মনে হয় টিপটিপ করে আলো জ্বালিয়ে ওরা যেন তোমাকে আর আমাকে খুঁজছে। যে ছোট ছোট গাছ তুমি দেখে গিয়েছিলে এখন সেগুলো অনেক বড় হয়েছে। সবুজে ঢেকে গেছে প্রকৃতি। তুমি যদি গ্রামে বেড়াতে আসো তাহলে দুজনে মিলে ঘরের উঠোনে সারা রাত জেগে গল্প করব আর জোছনা-রাত উপভোগ করব। পুকুরে সাঁতার কাটার কথা নিশ্চয়ই তুমি ভুলে যাও নি। আসবে তো? আজ আর নয়। খালাম্মা খালুকে আমার সালাম জানিও।

ইতি

প্রীতিমুগ্ধ

আরও দেখুন:

Leave a Comment